পেটে ব্যথা একটি সাধারণ উপসর্গ যার অনেক কারণ থাকতে পারে, যেমন বদহজম, গ্যাস, আলসার, বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS) ইত্যাদি।
Admin
পেটে ব্যথা: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
পেটে ব্যথা একটি সাধারণ সমস্যা, যার কারণ বদহজম, গ্যাস, সংক্রমণ থেকে শুরু করে অ্যাপেন্ডিসাইটিস, IBS (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যা বা আলসারের মতো গুরুতর অসুস্থতা পর্যন্ত হতে পারে। ব্যথা কোথায় হচ্ছে, এর ধরণ কেমন এবং সাথে অন্য উপসর্গ আছে কিনা, তা লক্ষ করা জরুরি। যদি ব্যথা ২ দিনের বেশি থাকে বা তীব্র হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পেটের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। শতকরা ৬০ হইতে ৭৫ জন লোকের এসিড, গ্যাস বা পাকস্থলীতে ক্ষত হইবার জন্য ব্যথা হইয়া থাকে। আবার গুরুপাক, ভাজা পোড়া খাদ্য খাইয়া বদহজম হইলে কিংবা পেট ফাঁপিয়ে গেলেও পেটে ব্যথা হয়। আমাশয়, এপেনডিসাইটিজ, ইনটেস্টিনাল অবস্ট্রাকশন, পিত্তথলিতে প্রদাহ, কিডনীতে পাথর, পিত্তাশয়ে পাথর কিম্বা অগ্ন্যাশয়ের নলে পাথর হইলে তীব্র ব্যথা হয়। পেট ব্যথার লক্ষন ব্যথা কখনো কমে আবার কখনো বাড়ে, নাভির চতুর্দিকে ব্যথা হয় কিম্বা তলপেটে (Abdomen) ব্যথা হয়। চাপ দিলে ব্যথা বাড়ে, কখনো চাপে ব্যথা কমে। অনেক সময় পেট ফাঁপা থাকে। ডায়রিয়া হইতে পারে কিম্বা কোষ্ঠ-কাঠিন্য থাকিতে পারে, বমিভাব থাকে। পিত্তবমি, অম্লবমি প্রভৃতি উপসর্গ দেখা দেয়। অনেক সময় পেট ভরা থাকে, কিছুই খ…