Artica (আরটিকা) এর কাজ, খাওয়ার নিয়ম এবং অন্যান্য তথ্য

Artica (আর্টিকা) ঔষধটি গলা থেকে পা পর্যন্ত (সর্বশরীর) চুলকানি, বিশেষ করে রাতে যদি চুলকানির জন্য ঘুমের সমস্যা হয় তাদের জন্য কার্যকরী একটি ঔষধ.....
Admin
SL নাম ফরমেট দাম
01 Artica 10 mg (Tablet) Unit Price: ৳ 1.50
02 Artica 25 mg (Tablet) Unit Price: ৳ 3.00
03 Artica 10 mg/5 ml (Syrup) 100 ml bottle: ৳ 50.00

Artica (আর্টিকা) ঔষধটি গলা থেকে পা পর্যন্ত (সর্বশরীর) চুলকানি, বিশেষ করে রাতে যদি চুলকানির জন্য ঘুমের সমস্যা হয় তাদের জন্য কার্যকরী একটি ঔষধ। এছাড়াও এনার্জিজনিত চুলকানি, ডার্মাটাইটিস এর কারনে চুলকানি এবং হিস্টামিন জনিত চুলকানির জন্য প্রতিদিন ১/২ বার মুখে সেব্য। অর্থাৎ-

১। ১২ বছরের নিচের শিশুদের জন্য ৫-১০ মি.গ্রা. দৈনিক ১/২/৩ বার।

২। প্রাপ্ত বয়স্ক: ১০-২৫ মি.গ্রা. দৈনিক ১/২/৩/৪ বার।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Artica এর ব্যবহার

গর্ভবস্থার প্রথম দিকে হাইড্রোক্সিজিন ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত হিউম্যান ক্লিনিক্যাল ডাটা নেই। এ ধরণের ডাটা না পাওয়া পর্যন্ত প্রাথমিক গর্ভাবস্থায় হাইড্রোক্সিজিন প্রতিনির্দেশিত।

মাতৃদুগ্ধে এই ওষুধ নিঃসৃত হয় কি না জানা নেই। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া হাইড্রোক্সিজিন দেয়া উচিৎ নয়।

Post a Comment