ডেঙ্গু জ্বর এর চিকিৎসা
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা এডিস মশা কামড়ালে ছড়ায় এবং এর প্রধান লক্ষণগুলো হলো উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, পেশী ও গাঁটে ব্যথা, বমি এবং ত্বকে ফুসকুড়ি। ডেঙ্গু হলে শরীরের প্লাটিলেট কমে যায়, রোগি অতিরিক্ত দুর্বল হয় তায় রোগিকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। বাসায় সম্ভব না হলে হাসপাতালে ভর্তি করতে হবে। ডেঙ্গু জ্বরের চিকিৎসা ১. মাথা ব্যথা, শরীর ব্যাথা, জ্বর এর জন্য - প্যারাসিটামল জাতীয় ঔষধ; ২. দুর্বলতার জন্য - নরমাল স্যালাইন অথবা ডেক্সট্রোজ জাতীয় স্যালাইন শরীরে পুশ করতে হবে। ৩. মসার উপদ্রপ এড়াতে রোগিতে মশারির ভেতরে রাখতে হবে। ৪. নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে যাতে প্লাটিলেট দ্রুত সঠিক জায়গায় আসে এবং রোগি দুর্বল না হয়। ৫. বমি বমি ভাব ও বমি থাকলে - ইমিসটেট অথবা, জোফরা ইত্যাদি খালি পেতে খাইতে দিতে হবে। _____ সতর্কতা!
ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনে এবং রোগের অবস্থার ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।