ডায়রিয়া: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

ডায়রিয়া (উদরাময়) বলতে দিনে তিন বা তার বেশিবার পাতলা বা তরল মলত্যাগ করাকে বোঝায়। এটি প্রায়শই পানিশূন্যতার কারণ হয়।
Admin
ডায়রিয়া: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
ডায়রিয়া (উদরাময়) বলতে দিনে তিন বা তার বেশিবার পাতলা বা তরল মলত্যাগ করাকে বোঝায়। এটি প্রায়শই পানিশূন্যতার কারণ হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী সংক্রমণ, দূষিত খাবার বা পানি পান করা, ওষুধের প্রতিক্রিয়া বা কিছু অন্ত্রের রোগের কারণে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার চিকিৎসায় পর্যাপ্ত পরিমাণে পানি, ওরস্যালাইন ও তরল খাবার গ্রহণ এবং সহজপাচ্য খাবার (যেমন কলা, জাউভাত) খাওয়া জরুরি। রোগের লক্ষন? বার বার তরল পায়খানা হয় (জলীয় অংশ খুব বেশী, মলের পরিমাণ কম)। নাভির চারিদিকে পেট বেদনা বা কামড়ানি থাকে। বার বার বমি করে। বমিতে খারাপ গন্ধ হতে পারে। পেটে বাতাস জমা হইতে পারে। কখনও ঢেকুর উঠিতে থাকে, কখনো বা পায়ুপথে বাতাস বাহির হয়। ডায়রিয়াতে সমস্ত তলপেটে ব্যথা হয় ও পায়খানা হয়। পায়খানার পর রোগী বেশ কিছুক্ষণ আরাম বোধ করে। তবে রোগী পিপাসার্ত হয়। মাঝে মাঝে পেটে তীব্র ব্যথা অনুভূত হয়। । পায়খানা বেশী হইলে কলেরা র মত অবস্থাও হইতে পারে। রোগের চিকিৎসা? Loperamide জাতীয় ঔষধ - Imotil. আমাশয় ভাব থাকিলে - Metronidazol জাতীয় ঔষধ - Amodis অথবা, Metril অথবা, Filmet অথবা, Metro. পেটে ব্যথা থাকলে Timonium জাতীয় ঔষধ - Algin অথবা, Vis…