হেঁচকি: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

হেঁচকি (Hiccup) হলো ডায়াফ্রাম নামক পেশীর অনিচ্ছাকৃত সংকোচন, যার ফলে দ্রুত শ্বাস নেওয়া হয় এবং ভোকাল কর্ড বন্ধ হয়ে 'হিক' শব্দ তৈরি হয়।
Admin
হেঁচকি: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

হেঁচকি (Hiccup) হলো ডায়াফ্রাম নামক পেশীর অনিচ্ছাকৃত সংকোচন, যার ফলে দ্রুত শ্বাস নেওয়া হয় এবং ভোকাল কর্ড বন্ধ হয়ে 'হিক' শব্দ তৈরি হয়।

শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ফেলার সময় হঠাৎ মাঝ পথে বাধাপ্রাপ্ত হইলে হিক্কার সৃষ্টি হয়। সকলের নিকট ইহা হেঁচকি নামে পরিচিত। ডায়াফ্রাম নামক একটি পর্দা দ্বারা বুক পেট দুই ভাগে বিভক্ত। এই ডায়াফ্রামের মাংসপেশী সঙ্কুচিত হইলে হিক্ক (হেঁচকি) সৃষ্টি হয়।

হেঁচকি কেন ওঠে?

  1. খাদ্য নালীতে মরিচ, জর্দা, তামাক পাতা এই জাতীয় ঝাঁজপূর্ণ কোন জিনিসপত্র প্রবেশ করিলে ব্যথা সৃষ্টি হয় এবং ডায়াফ্রাম সংঙ্কুচিত হয়, ফলে বারবার হেঁচকি ওঠে
  2. স্নায়ুমণ্ডলীর ব্যাধি অর্থাৎ টিউমার, মৃগী, হিস্টিরিয়া, মেনিনজাইটিস ইত্যাদি বহুবিধ রোগে ডায়াফ্রাম সঙ্কুচিত হয়, ফলে হেঁচকি ওঠে।
  3. অনেক সময় কোন রোগ ছাড়াই হিক্কা হয়। পানি কম পান করিলেও হেঁচকি হয় বা হইতে পারে, তবে উহা আপনা আপনি ভাল হয়।

হেঁচকি থামানোর উপায়

  1. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ: দীর্ঘক্ষণ শ্বাস ধরে রাখা বা কাগজের ব্যাগে মুখ-নাক ঢেকে শ্বাস নেওয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে হেঁচকি থামানো যায়।
  2. ঠান্ডা বা গরম পানীয়: ঠান্ডা পানি পান অথবা গরম দুধ পান করে হেঁচকি কমানো যায়।
  3. হঠাৎ করে কোনো কিছুতে মনোযোগ দেওয়া, যেমন অন্য কোনো দিকে মনযোগ নেওয়া, কথা বলা ইত্যাদি করলে হেঁচকি কমে যায়।

হেঁচকি বন্ধের ঔষধে

  1. উপরের ঘরোয়া পদ্ধতিতে হেঁচকি না কমলে ঔষধ; Omeprazol এবং Domperidone জাতীয় পাউডার আঁধা গ্লাস পানিতে মিশিয়ে খাইতে
  2. এরপরেও বন্ধ না হলে Chlorpromazine জাতীয় ঔষধ - Opsonil খাইতে দিতে হবে।
সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনে এবং রোগের অবস্থার ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment