ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS): লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS), অগণিত অপ্রীতিকর উপসর্গগুলির সাথে যুক্ত একটি সাধারণ অন্ত্রের ব্যাধি।
Admin
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS): লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS), অগণিত অপ্রীতিকর উপসর্গগুলির সাথে যুক্ত একটি
সাধারণ অন্ত্রের ব্যাধি। আইবিএস (irritable bowel syndrom) এমন একটি অবস্থা যা
অগণিত অপ্রীতিকর হজম রোগের সৃষ্টি করে।
ইরিটেবল বাওয়েল সিনড্রোম এর কারন ও লক্ষন
অধিক রাত্রি জাগরণ, অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করিলে কিম্বা বেশী মসলাযুক্ত
গুরুপাক বা ভুনিয়া খাদ্য খাইলে এই রোগ হয়। সাধারণতঃ দুশ্চিন্তাগ্রস্ত, খিটখিটে
মেজাজের কিম্বা ক্ষীণদেহ বিশিষ্ট রমণীদের মধ্যে এই রোগ অধিক পরিলক্ষিত হয়।
যাহাদের মনের খুঁতখুতি বেশী, একটু অবসর পাইলেই রোগের কথা চিন্তা করে, নিজে নিজেই
পেট টিপে, ঘন ঘন ডাক্তার পরিবর্তন করে কিন্তু কোন ডাক্তারের প্রতি আস্থা রাখিতে
পারে না, তাহারাই বেশী এই রোগে ভুগিয়া থাকে।
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS) এর চিকিৎসা আপডেট চলমান, দ্রুত ও বিনামূল্যে চিকিৎসা পেতে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন
আমাদের সাথে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলে করনীয় ১। নিয়মিত বিশ্রাম ও খাদ্যাভ্যাস গড়িয়া তুলিতে হইবে। ২। ঘি, দুধ, গরম মসলা যুক্ত খাবার পরিহার করিতে হইবে ৩। বেশী করে শাক-সব্জী খাবার অভ্যাস করিতে হইবে। ৪। দুঃশ্চিন্তা মু…