Micoral (মাইকোরাল) এর কাজ, খাওয়ার নিয়ম এবং অন্যান্য তথ্য

Micoral (Miconazole) ঔষধটি, ছোট-বড় সকলের মুখের ক্ষত, মুখের ঘা, কিছু খাইতে গেলে জিহ্বায় জ্বলে, জিহ্বা/ঠোট/গালে সাদা ঘা, মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যানডিডা.
Admin
SL নাম ফরমেট দাম 01 Micoral 2% w/w (Oral Gel) 15 gm tube: ৳ 90.00 02 Micoral 2% w/w (Oral Gel) 30 gm tube: ৳ 100.30 Micoral (Miconazole) ঔষধটি, ছোট-বড় সকলের মুখের ক্ষত, মুখের ঘা, কিছু খাইতে গেলে জিহ্বায় জ্বলে, জিহ্বা/ঠোট/গালে সাদা ঘা, মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যানডিডা জনিত সংক্রমনে, মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের ইনফেকশনের জন্য মাইকোরাল ওরাল জেল ব্যবহৃত হয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Micoral Oral Gel এর ব্যবহার মাইকোরাল গর্ভাবস্থা ক্যাটাগরি সি। গর্ভকালীন সময় মাইকোরাল ওরাল জেল ব্যবহারে নিরাপত্তামূলক কোন তথ্য নেই। সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে খুব প্রয়োজন না হলে মাইকোনাজোল ওরাল জেল পরিহার করতে হবে।