পলিপাস বা নাকের পলিপের চিকিৎসা

Admin

নাকের পলিপ বা পলিপাস হল, নাক বা সাইনাসের ভিতরে সৃষ্ট ক্যান্সারবিহীন নরম টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি। এর প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া, গন্ধ বা স্বাদ কমে যাওয়া, এবং নাক দিয়ে পানি পড়া। এটি অ্যালার্জি, সর্দি, প্রদাহ বা নির্দিষ্ট ওষুধের সংস্পর্শের মতো বিভিন্ন কারণে হতে পারে।

শ্বাস নিতে অসুবিধা হওয়া, গন্ধ বা স্বাদ বুঝতে না পারা, নাক দিয়ে অনবরত পানি পড়া, নাকের ভেতর বন্ধ অনুভব করা, মাথায় ব্যথা বা মুখের চারপাশে চাপ অনুভব করা।

নাকের পলিপের চিকিৎসা

১. ফ্লুটিকা ন্যাসাল স্প্রে;

২. এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ, ফেক্সোফেনাডিন;

৩. গ্যাসের ঔষধ ফ্যামোটিডিন ইত্যাদি।

৪. সাথে অন্য কোন সমস্যা থাকলে, তার চিকিৎসা করতে হবে।

বিদ্র: নাকের পলিপ বা পলিপাসের জন্য হোমিওপ্যাথিক ঔষধ খাওয়া ভালো। এ্যালোপেথিক ঔষধে পলিপ বা পলিপাস সম্পূর্ণ ভালো নাও হতে পারে তবে হোমিওপ্যাথিক ঔষধ একটানা ৬ মাস খেতে হবে, তাহলেই সম্পূর্ণ রোগ আরোগ্য হবে।

এছাড়া অপারেশন করে পলিপ কেটে ফেলতে হবে। তবে অপারেশনের পরেও পূনরায় পলিপ হতে পারে (সবার হয়না)।

_____

সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনে এবং রোগের অবস্থার ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment