বমি বমি ভাব এবং বমি: কারন, চিকিৎসা ও পরামর্শ

বমি (Vomiting) হলো পাকস্থলীর ভেতরের খাবার বা তরল অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে বের হয়ে আসার প্রক্রিয়া।
Admin
বমি বমি ভাব এবং বমি: কারন, চিকিৎসা ও পরামর্শ
বমি (Vomiting) হলো পাকস্থলীর ভেতরের খাবার বা তরল অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে বের হয়ে আসার প্রক্রিয়া। বমি বমি ভাব ও বমির কারন পেট গরম হইলে বা গুরুপাক খাদ্য খাইলে, বদহজম জনিত কারণে বা ফুড পয়জনিং এর জন্য বমি হইতে পারে। বাস, মটর, রেল, স্টিমার ও প্লেনে চড়িলে। পাকস্থলীতে এসিড বেশী হইলে। ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত হইলে। জ্বর বেশী হইলে বা পেটে কৃমির জন্যও হইতে পারে। গর্ভের প্রাথমিক অবস্থায়। গলায় আঙ্গুল ঢুকাইলে, পিত্তশয়ের বা মূত্রাশয়ের পাথরী ব্যথা হইলে। অতিরিক্ত গরমের জন্য। মাথা ব্যথার জন্য। মাথায় টিউমার হইলে, মেনিনজাইটিস হইলে এবং আঘাত লাগিলে। অতিরিক্ত জর্দা, মদ বা নেশা জাতীয় কিছু খাইলে। আলসার বা ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরও বমি হইতে পারে। হিস্টিরিয়া হইলে বমি হইতে পারে। অধিক জ্বরে বমি হইতে পারে। এপিণ্ডিসাইটিস রোগেও বমি হইতে পারে। বমি বমি ভাব ও বমির লক্ষন বমি বমি ভাব (বমির অনুভূতি)। বমি (মুখ দিয়ে পেটের খাবার বের হয়ে আসা)। পেটে অস্বস্তি, ক্ষুধা কমে যাওয়া মাথা ঘোরা। বমি বমি ভাব ও বমির  ঔষধ কিছু খাবার পর বমি, চুকা বমি, বদহজমের জন্য বমি, এসিডের রোগীর বমি, ফেনাযুক্ত বমি, যাহা খাইয়াছে সেই খাদ্যের গন্ধযুক্ত বমি, বমি বমি ভা…