Abecab Tablet (এবেক্যাব ট্যাবলেট) এর কাজ, খাওয়ার নিয়ম, দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া

Admin

এবেক্যাব হল বাংলাদেশের এসিআই (ACI) কোম্পানি দ্বারা বাজারজাতকৃত, এ্যামলোডিপিন বিসাইলেট + ওলমেসারটান মিডক্সোমিল (Amlodipine Besilate + Olmesartan Medoxomil) গ্রুপের একটি অ্যান্টিহাইপারটেনসিভ (antihypertensive) ওষুধ যা শরীরের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সরবরাহ:—

১. Abecab 5 mg+20 mg Tablet (এবেক্যাব ৫ মি.গ্রা.+২০ মি.গ্রা ট্যাবলেট), প্রতি পিস: ৳ 12.00

২. Abecab 10 mg+20 mg Tablet (এবেক্যাব ১০ মি.গ্রা.+২০ মি.গ্রা ট্যাবলেট) প্রতি পিস: ৳ 15.00

৩. Abecab 5 mg+40 mg Tablet (এবেক্যাব ৫ মি.গ্রা.+৪০ মি.গ্রা ট্যাবলেট) প্রতি পিস: ৳ 20.00

৪. Abecab 10 mg+40 mg Tablet (এবেক্যাব ১০ মি.গ্রা.+৪০ মি.গ্রা ট্যাবলেট), প্রতি পিস: ৳ 22.00

সতর্কতা!মূল্য পরিবর্তন হতে পারে। সর্বশেষ মূল্য জানতে ফার্মেসিতে যোগাযোগ করুন।

Abecab Tablet এর কাজ

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে অন্যান্য উচ্চরক্তচাপ প্রতিরোধকের সাথে নির্দেশিত। যাদের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ঔষধ প্রয়োজন তাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশিত। প্রাথমিকভাবে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে এই কম্বিনেশনটি ব্যবহৃত হবে কিনা তা রোগী বিশেষে নির্ভর করবে তাদের উচ্চরক্তচাপ, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা, মনোথেরাপী সাপেক্ষে কম্বিনেশনের কার্যকাধীতার উপর। রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে নির্ধারিত হবে।

Abecab Tablet খাওয়ার নিয়ম

যে সকল রোগী এমলোডিপিনওলমেসারটান পৃথকভাবে সেবন করেন তাদের ক্ষেত্রে এই কম্বিনেশনটি নির্দেশিত। সেবন মাত্রা বাড়ানোর জন্য এই কম্বিনেশনটির সাথে আলাদাভাবে শুধু এমলোডিপিন বা ওলমেসারটান অথবা একত্রে দুটোই ব্যবহার করা যেতে পারে।

প্রাথমিক মাত্রা: দৈনিক ৫/২০ সেবনমাত্রায় চিকিৎসা শুরু করে ১-২ সপ্তাহ পর তা ১০/৪০ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এমলোডিপিনের রেনাল ক্লিয়ারেন্স কম হওয়ায় বয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক সেবনমাত্রা দৈনিক সর্বোচ্চ ২.৫ মি.গ্রা. পর্যন্ত হতে পারে। কিন্তু কম্বিনেশনের উক্ত সেবনমাত্রা না থাকায় তা ৭৫ বছর বা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গর্ভাবস্থায় Abecab এর ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি। গর্ভধারণ সনাক্ত হবার সাথে সাথেই যত দ্রুত সম্ভব ওষুধ সেবন বন্ধ করতে হবে। গর্ভাবস্থায় ২য় ও ৩য় ট্রাইমেস্টারে এ্যামলোডিপিন এবং ওলমেসারটানের কম্বিনেশন ব্যবহার করা উচিত নয়, কারণ এতে বাচ্চার মৃত্যুও হতে পারে।

স্তন্যাদানকালে ওলমেসারটান এবং এমলোডিপিন মাতৃদুগ্ধে নিঃসরিত হয় কিনা তা জানা যায়নি। দুগ্ধশিশুর পার্শ্ব প্রতিক্রিয়া এবং মায়ের জন্য ওষুধের গুরুত্বের কথা চিন্তা করে একটি সিদ্ধান্ত নেয়া উচিত যে, স্তন্যদান বন্ধ করবে না ওষুধ ব্যবহার বন্ধ করবে।

Abecab Tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো এডিমা, মাথা ঘোরা, চোখ মুখ লাল হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা এবং ঝিমুনি। এছাড়াও ইনটেসটাইনাল এনটেরোপ্যাথি তথা মারাত্বক ডায়রিয়া হতে পারে।

Post a Comment