প্রুরিটাস অ্যানি বা পায়ুপথে চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

প্রুরিটাস অ্যানি বা পায়ুপথে চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র OshodherKotha.con—এ
Admin
প্রুরিটাস অ্যানি বা পায়ুপথে চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

বিভিন্ন রোগে বা বিভিন্ন কারণে মলদ্বার চুলকাইতে পারে। এই চুলকানোর নাম প্রুরিটাস অ্যানি। পায়ুপথের চুলকানির পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারনের সাথে আমাদের কিছু বদভ্যাস এবং স্বাস্থ্যগত নানা কারণ দায়ী। যে সকল কারণে মলদ্বার চুলকায়? আমাদের অভ্যাসের সাথে জড়িত কিছু কারণ এখানে তুলে ধরছি:—

পায়ুপথ চুলকানির কারন

  1. পরিষ্কার-পরিচ্ছন্নতা:— তাড়াহুড়ো ও অসচেতনতার কারণে আমরা অনেক সময় পায়ুপথ সঠিকভাবে পরিস্কার করি না, যার কারণে ব্যাকটেরিয়া ও নানাবিধ এলার্জেন্ট পদার্থ পায়ুপথে লেগে থাকে–যা পরবর্তীতে চুলকানির কারণ হতে পারে।
  2. পায়ুপথের মাংসপেশীর দুর্বলতা:— পায়ুপথের মাংপেশীর দূর্বলতা পায়ুপথের চুলকানির আরেকটি বিশেষ কারণ। সাধারণত চল্লিশের পর অনেকেরই মলদ্বারের মাংসপিণ্ড কিছুটা দুর্বল হয়ে যায়। এতে পায়খানা তরল বা একটু নরম হলে নিজের অজান্তেই মলরস ছুঁয়ে মলদ্বার অপরিচ্ছন্ন হয়ে যায়। ফলে পায়ুপথের নানা রকম সংক্রমণের কারণে চুলকানি হতে পারে।
  3. ত্বকের নানা রোগ:— অনেক সময় ছত্রাকজনিত ও নানা রকম জীবানু পায়ুপথের আশেপাশের ত্বকে অবস্থান করে যা চুলকানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। কিছু সাধারণ রোগ যেমন- একজিমা, সোরিয়াসিস ইত্যাদি মলদ্বার এ চুলকানির কারণ হয়ে থাকে। পায়ুপথের একটি খুব সাধারণ সংক্রমণ হচ্ছে ক্যান্ডিডিয়াসিস ও অন্যান্য ফাঙ্গাস সংক্রমণ।
  4. কৃমি:— বিশ্বের জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশ আক্রান্ত থাকে পিন ওয়ার্ম বা সুতা কৃমিতে। সুতা কৃমি সব সময় অক্সিজেনের জন্য মলদ্বারের আশেপাশে অবস্থান নেয়, যা মলদ্বারের চুলকানির অন্যতম কারণ।
  5. শারীরিক অন্যান্য রোগ:— আমাদের শরীরের নানা রকম রোগ যেমন: পাইলস, এনাল ফিসার, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ায় মলদ্বারে চুলকানি হতে পারে; এছাড়াও কিছু শারীরিক রোগের কারণে পায়ুপথে তীব্র চুলকানি হয়, যেমন পায়ুপথের ক্যান্সার, রক্তের ক্যান্সার, লিভার ক্যান্সার, দীর্ঘমেয়াদি কিডনি রোগ ইত্যাদি।

পায়ুপথের চুলকানির ঔষধ ও চিকিৎসা

  1. কৃমির জন্য চুলকাইলে - Alben অথবা, Solas ইত্যাদি।
  2. অর্শ বা পাইলস এর জন্য চুলকাইলে - Anustat অয়েন্টমেন্ট অথবা, Erian অয়েন্টমেন্ট ইত্যাদি।
  3. পায়ুপথ জীবাণুমুক্ত করার জন্য - একটি বোলে কুসুম গরম পানিতে Viodin 10% Solution মিশিয়ে ওখানে বসে থাকবেন কিছু সময়।

পায়ুপথে চুলকানি হলে করনীয়

  1. এলার্জি হয় এমন খাদ্য এড়িয়ে চলা।
  2. মলত্যাগ ও অতিরিক্ত ঘামের পর মলদ্বার ধুয়ে-মুছে পরিষ্কার ও শুষ্ক রাখা।
  3. সুতি কাপড়ের ঢিলাঢালা অন্তর্বাস ব্যবহার করা।
  4. রঙিন, সুগন্ধিযুক্ত ও খসখসে টয়লেট পেপার ব্যবহার না করা।
  5. সুগন্ধি সাবান ব্যবহার না করা।
সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনের ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment