Scabies (চুলকানি বা খোসপাঁচড়া): কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

Scabies (চুলকানি বা খোসপাঁচড়া): কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে OshodherKotha.com —এ
Admin
চুলকানি বা খোসপাঁচড়া: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

স্ক্যাবিস "সারকপটেস স্কেবিয়াই" নামক এক প্রকার জীবাণু দ্বারা ইহা হইয়া থাকে। খোসপাঁচড়া একটি সংক্রামক ব্যাধি। ইহা সাধারণত হাতের তালু, হাতের পিঠ, হাতের বা পায়ের আঙ্গুলের ফাঁক, নাভির চতুর্দিক, পাছায়, মাথায়, পেটের বিভিন্ন জায়গায় ইহা প্রচুর পরিমাণে হয়। এক পরিবারের কেহ আক্রান্ত হইলে অল্প কয়েক দিনের মধ্যে ঐ পরিবারের সকলেই আক্রান্ত হইতে পারে। আক্রান্ত স্থান অত্যন্ত চুলকায়। চুলকাইবার পরে নতুন জীবাণুর আক্রমণে ঘায়ে পুঁজ হয়। বেশী প্রদাহের জন্য জ্বরও হইতে পারে।

স্ক্যাবিসের লক্ষন?

  1. আক্রান্ত স্থান চুলকায়।
  2. নখের সাহায্যে চুলকাইবার পরে নখের সাথে জীবাণু লাগিয়া উহা পাকে এবং গলে যায় ফলে, একস্থান হতে অন্য স্থানে জীবাণু লেগে আরো বেশি চুলকানি হয় এবং পাঁচড়া ওঠে।
  3. ইহা কতকগুলি নির্দিষ্ট স্থানে হয় যাহা উপরে বলা হইয়াছে।
  4. বয়স্ক লোকদের তুলনায় শিশু ও বালক-বালিকাদের বেশী হয় এবং ইহা পা ও হাতের তালুতে হয়।
  5. ঠিকমত চিকিৎসা না হইলে পাঁচড়ায় পুঁজ হয়। পুঁজ বাহির করিয়া না দিলে আঙ্গুলে ব্যথা হয় ও টন টন করে।

স্ক্যাবিসের চিকিৎসা

  1. Tetrasol অথবা, Lorix Plus অথবা, Elimet Plus অথবা, Unix C সলিউশন ঔষধ (গোছলের পরে শরীর ভালোভাবে শুকিয়ে ঔষধ এবং পানির সংমিশ্রণ করে গলা হতে পা পর্যন্ত সারা শরীর লাগাইতে হবে।
  2. অথবা, যদি শুধু কোন নির্দিষ্ট অঙ্গ (যেমন- হাত, পা, কনুই ইত্যাদি) হয় তাহলে - Lorix Crem অথবা, Perosa Crem অথবা, Bactrocin জাতীয় ক্রিমও দেয়া যেতে পারে। 
  3. সেকেন্ডারি ইনফেকশন এড়াতে Flucloxacilin জাতীয় ঔষধ - Fluclox, Flucloxin, Fluster, Phylophen ইত্যাদি।
  4. এলার্জি বা চুলকানির জন্য এন্টিহিস্টামিন - Artica অথবা, Bexidal অথবা, Alcet অথবা, Oradin অথবা, Ebatin অথবা, Bilastin ইত্যাদি জাতীয় ঔষধ খেতে হবে।

স্ক্যাবিস প্রতিরোধ ও উপদেশ

  1. উপরের ঔষধে ভালো হবার কিছুদিন পরে আবার নতুন করে দেখা দিলে ওপরের ঔষধের সাথে স্টেরয়েড জাতীয় ঔষধ - Cortan অথবা, Oradexon ইত্যাদি।
  2. বাড়ীর সকলের কাপড় গরম পানি দিয়া ধৌত করিবে।
  3. আক্রান্ত রোগীকে অন্যের সাথে মিশিতে দেওয়া যাবে না।
সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনের ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment