Pyorrhoea | দাঁতের গোড়ার প্রদাহ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

Pyorrhoea | দাঁতের গোড়ার প্রদাহ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে Oshodher Kotha ওয়েবসাইট-এ
Admin
Pyorrhoea | দাঁতের গোড়ার প্রদাহ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

দাঁত ও মুখের ভিতর ভালভাবে পরিস্কার না করিবার জন্য খাদ্যের কণা, পান ও সুপারির টুকরা, মাংসের টুকরা দাতের ফাঁকে লাগিয়া থাকে। পরে উহা মুখের ভিতর পঁচিয়া দাঁতের গোড়ার উপরের পেরিঅষ্টিয়াম মেমব্রেনের সংযোগস্থল নষ্ট করে। ফলে জীবাণু বৃদ্ধি পাইয়া ঐস্থানে প্রদাহ হয় ও পুঁজের সৃষ্টি করে। ধীরে ধীরে দাঁতের গোড়ার মাংসপেশী আক্রান্ত হয়। এমন কি শেষ পর্যায়ে মাড়ীর স্বাভাবিক গর্তের পাতলা হাড়ও আক্রান্ত হয়। তখন দাঁতের গোড়া ফুলিয়া যায় এবং সময় সময় পুঁজ হয়, তখন উহাকে পাইওরিয়া এলভিওলার বলে। পাইওরিয়া খুব মারাত্মক ব্যাধি।

পাইওরিয়া / Pyorrhoea রোগের লক্ষন?

  1. দাঁতের গোড়া ফোলে ও লাল হয়।
  2. যেখানে ফোলে সেখানে চাপ দিলে রক্ত বা পুঁজ বাহির হইতে পারে
  3. সামান্য আঘাতেই রক্ত পড়িতে পারে।
  4. দীর্ঘদিন ভুগিলে দাঁত নড়ে।
  5. তীব্র ব্যথা হয়।
  6. মুখে দুর্গন্ধ হয়।
  7. মুখে ঠাণ্ডা পানি দিলে ধরে।

রোগের চিকিৎসা?

  1. মুখ জীবাণুমুক্ত রাখতে Povidon জাতীয় মাউথওয়াশ - Viodin 1% ইত্যাদি।
  2. ব্যথার জন্য Iboprofen জাতীয় ঔষধ - Flamex ইত্যাদি।
  3. অথবা, ব্যথা তীব্র হলে Etoricoxib জাতীয় ঔষধ - Etorix, Tory ইত্যাদি।
  4. সাথে গ্যাসের ঔষধ Omeprazol জাতীয় ঔষধ - Seclo, Ometac, ইত্যাদি।
  5. অথবা, Esomiprazol জাতীয় ঔষধ - Sergel, Maxpro, Nexum, Esoral ইত্যাদি।
  6. সাথে Vitamin C জাতীয় ঔষধ - Ceevit ইত্যাদি।
  7. ইনফেকশন এড়াতে এন্টিবায়োটিক; Flucloxacilin জাতীয় ঔষধ - Fluclox, Flucloxin, Phylophen, Fluster ইত্যাদি।
  8. সাথে Metronidazol জাতীয় ঔষধ - Amodis, Metril, Metro, Filmet ইত্যাদি।

উপদেশ

  1. শক্ত জিনিস খাওয়া চলিবে না, নরম খাবার খাইতে হইবে
  2. নড়া দাঁত থাকিলে ফেলিয়া দেওয়া উত্তম।
  3. খাওয়ার পরে মুখে পানি লইয়া ভালভাবে কুলকুচা করা উচিত।
  4. প্রতিদিস নরম টুথব্রাস দ্বারা দাঁত মাজা ভাল।
  5. ডেন্টিষ্ট দ্বারা দাঁত পরিস্কার করা ভাল।
  6. কুসুম গরম পনির সাথে লবণ মিশিয়ে দিনে ২ বার কুলকুচি করবেন।
সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনের ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment