![]() |
আমাশয় (Dysentery) একটি পরিপাকতন্ত্রের রোগ যা প্রধানত ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী সংক্রমণের কারণে হয় এবং এর ফলে রক্তমিশ্রিত বা শ্লেষ্মাযুক্ত ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর এবং মলত্যাগের পর অপূর্ণ অনুভূতি হয়। এটি সাধারণত দূষিত খাবার বা পানীয় গ্রহণের মাধ্যমে ছড়ায়, বিশেষ করে দুর্বল স্যানিটেশন ব্যবস্থারের কারণে। সময়মতো চিকিৎসা না করা হলে আমাশয় ডিহাইড্রেশন ও সেপসিসের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। আমাশয় সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যেমন - এ্যামিবিক ডিসেন্ট্রি বা শাও আমাশয়, বেসিলারী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়।
আমাশয় এর কারন ও লক্ষন
- ঘন ঘন পায়খানা হয় এবং ঐ মলের সাথে মিউকাস থাকে। মলত্যাগের পূর্বে পেটে ব্যথা বা কামড়ানি থাকে। কখনও কখনও এই ব্যথা খুব কষ্টদায়ক হইয়া উঠে।
- তলপেটে অল্প ব্যথা হতে পারে, আবার নাও হতে পারে তবে, মলে দুর্গন্ধ থাকে।
- রক্ত আমাশয় রোগ হঠাৎ প্রকাশ পায়। রোগ জীবাণু মানবদেহে প্রবেশ করিবার কয়েক ঘন্টার মধ্যেই ইহা দেখা যায়।
- জ্বর ১০২ ডিগ্রী হইতে ১০৪ ডিগ্রী হয়ে পায়খানা আরম্ভ হইতে পারে। আবার, জ্বর মধ্যম রকমের হয়েও রোগ শুরু হইয়া থাকে আবার, কখনো কখনো জ্বর থাকেনা।
- কখনো কখনো রোগী অনেক তৃষ্ণার্ত হয়, জিহ্বা শুকিয়ে যায়, ব্যথা হয় এবং অজ্ঞান হয় বা শরীরে খিচুনী আসে।
- কখনো, পায়খানায় মলের মধ্যে মিউকাস ও রক্তই বেশী দেয়া যায় এবং রোগী ধীরে ধীরে দুর্বল হয়।
আমাশয়ের ঔষধ ও চিকিৎসা
- আমাশয় এর জন্য Metronidazol জাতীয় ঔষধ,
- পেটে ব্যথা থাকলে Timonium জাতীয় ঔষধ,
- বদহজমের জন্য Pancreatin জাতীয় ঔষধ,
- অথবা, Mebeverine জাতীয় ঔষধ,
- অথবা, Itopride জাতীয় ঔষধ,
- ওপরের ঔষধে না কমলে অথবা আমাশয়ের সাথে রক্ত আসলে Ciprofloxacin জাতীয় ঔষধ,
- রক্তের পরিমাণ বেশি হলে, Tranexamic জাতীয় ঔষধ।
আমাশয় হলে করনীয়
- রোগীকে পূর্ণ বিশ্রামে রাখিতে হইবে।
- দই, চিড়া ও কলা ইত্যাদি সহ্যানুসারে খাইবে।
- চিকিৎসার শুরুতেই মল (Stool) পরীক্ষা করা যাইতে পারে।
- প্রচুর পরিমাণে ডাবের পানি খাইবে।
সতর্কতা!
ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনে এবং রোগের অবস্থার ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।