Flamex (ফ্ল্যামেক্স) এর কাজ, খাওয়ার নিয়ম এবং অন্যান্য তথ্য

Admin
SL নাম ফরমেট দাম
01 Flamex 200 mg (Tablet) Unit Price: ৳ 0.88
02 Flamex 400 mg (Tablet) Unit Price: ৳ 1.43
03 Flamex 100 mg/5 ml (Suspension) 100 ml bottle: ৳ 56.00
04 Flamex 5% (Gel) 30 gm tube: ৳ 110.00

ছোট বাচ্চা অথবা প্রাপ্তবয়স্কদের, জ্বর, দাঁতের ব্যথা, মাথা ব্যথা, হাত-পায়ের ব্যথা, কোমর ব্যথা এবং যেকোন আঘাতজনিত ব্যথার জন্য Flamex অর্থাৎ আইবুপ্রোফেন জাতীয় ঔষধ প্রতিদিন ২/৩ বার সেব্য। অর্থাৎ-

১। ৩-৬ মাস (ওজন ৫ কেজি বা তার বেশী): ১/২ চা চামচ (২.৫ মি.লি.) দৈনিক ২ বার।

২। ৬ মাস-১বছর: ১/২ চা চামচ (২.৫ মি.লি.) দৈনিক ৩ বার।

৩। ১-৪ বছর: ১ চা চামচ (৫ মি.লি.) দৈনিক ৩ বার।

৪। ৪-৭ বছর: ১.৫ চা চামচ (৭.৫ মি.লি.) দৈনিক ৩ বার।

৫। ৭-১২ বছর: ২ চা চামচ (১০ মি.লি.) দৈনিক ৩ বার।

৬। ১২ বছর বা তর উপরে: ৪০০ মি.লি. ট্যাবলেট দৈনিক ৩ বার।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Flamex এর ব্যবহার

ফ্ল্যামেক্স গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মহিলাদের দেওয়া উচিত নয়, যদি না ঝুঁকি অপেক্ষা মায়েদের সুবিধাসমূহ অধিক হয়।

Post a Comment