Fluclox (ফ্লুক্লক্স) এর কাজ, খাওয়ার নিয়ম এবং অন্যান্য তথ্য

Admin
SL নাম ফরমেট দাম
01 Fluclox 250 mg Capsule Unit Price: ৳ 8.00
02 Fluclox 500 mg Capsule Unit Price: ৳ 14.00
03 Fluclox 125 mg/5 ml Syrup 100 ml bottle: ৳ 95.00
04 Fluclox 250 mg/5 ml Syrup 100 ml bottle: ৳ 135.00

Fluclox (ফ্লুক্লক্স) ঔষধ - কাটাছেঁড়ার ক্ষত, আগুনে পোড়ার ক্ষত, ত্বকের বিভিন্ন সংক্রমণ- ফোড়া, পেটের আলসার, ঘা, পাসরা, ত্বকের কোন ইনফেকশন হলে, নাক-কান ফুড়লে, অপারেশন পরবর্তী ইনফেকশনে এড়াতে প্রতি ৬ ঘন্টা পরপর ৫/৭ দিন মুখে সেবনযোগ্য। অর্থাৎ-

১। শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 12.5-25 Mg দৈনিক ৪ বার।

২। ১২ বছরের নিচের শিশুদের জন্য ২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।

৩। প্রাপ্তবয়স্কদের জন্য ৫০০ মি.গ্রা. দিনে ৪ বার।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Fluclox এর ব্যবহার

Fluclox (ফ্লুক্লক্স) ঔষধটি US FDA অনুযায়ী গর্ভাবস্থা  ক্যাটাগরী 'B' শ্রেণীভূক্ত ঔষধ হিসেবে চিন্হিত করেছেন।

তাছাড়া, গর্ভাবস্থায় এটি ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই। যেহেতু প্রাণিজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতা সন্বন্ধে পূর্ব ধারণা দেয় না, সেহেতু এই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। Fluclox স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়। সুতরাং, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে Fluclox ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

Post a Comment