অর্শ বা পাইলস এর চিকিৎসা ও পরামর্শ
পাইলস, যা হেমোরয়েডস বা অর্শ নামেও পরিচিত, হলো পায়ু পথের কাছাকাছি থাকা ফুলে যাওয়া রক্তনালী। এটি ব্যথা, চুলকানি, অস্বস্তি এবং মলদ্বার থেকে রক্তপাতের কারণ হতে পারে। পাইলস সাধারনত দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া , মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেয়া এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং পেটের ওপর চাপ বাড়ার কারণে, প্রসবের সময় বা অন্য কোনো কারণে আঘাত লাগলে এটি হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন, চা, কফি, এবং মশলাযুক্ত খাবার বন্ধ করে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া উচিত এবং কিছু ক্ষেত্রে ওষুধ ও অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটি নিরাময় করা সম্ভব। পাইলসের চিকিৎসা ১. মলদ্বারের জ্বালা-পোড়া ও ব্যথা কমাইবার জন্য এনুস্ট্যাট অয়েন্টমেন্ট অথবা, এরিয়ান অয়েন্টমেন্ট আক্রান্ত স্থানে লাগতে হবে। ২. ব্যথা তীব্র হলে কেটোরোলাক জাতীয় ট্যাবলেট অথবা ডাইক্লোফেনাক জাতীয় ট্যাবলেট; ৩. গ্যাসের ঔষধ ওমিপ্রাজল ক্যাপসুল অথবা, ইসোমিপ্রাজল জাতীয় ঔষধ খেতে হবে; ৪. রক্তপাত বেশি হলে ট্রাক্সিল ক্যাপসুল অথবা ট্রামিক ট্…