SL | নাম | ফরমেট | দাম |
---|---|---|---|
01 | Tetrasol | 25% w/w (Solution) | 30 ml bottle: ৳ 125.00 |
Tetrasol (টেটরাসল) ঔষধটি সর্ব-শরীরের চুলকানি, স্কাবেস বা খোসপাচাড়ার জন্য অত্যন্ত কার্যকারী একটি ঔষধ।
ব্যবহারের নিয়ম: প্রথমে গোছল করে শরীর ভালোভাবে মুছে/শুকিয়ে গলা থেকে পা পর্যন্ত টেটরাসল এর সাথে সমপরিমাণ পানি/নারিকেল তৈল মিশিয়ে সর্ব-শরীরে লাগাতে হবে।
পরিবারের সবাই একসাথে লাগালে ভালো। সবার কাপড়চোপড় গরম পানি দিয়ে ধুইয়ে দিতে হবে। বিছানাপত্র রোদে দিতে হবে।
গর্ভাবস্থা এবং স্তন্যদানে টেটরাসল এর কাজ
গর্ভাবস্থার টেটরাসল শ্রেণীবদ্ধ নয়। FDA এখনও ওষুধটিকে একটি নির্দিষ্ট গর্ভাবস্থার শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেনি।