SL | নাম | ফরমেট | দাম |
---|---|---|---|
01 | Itogut | 50 mg (Tablet) | Unit Price: ৳ 6.00 |
Itogut (ইটোগাট) ঔষধটি গলা-বুক জ্বালাপোড়া, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক এর জন্য পেট ব্যথা, বমি বমি ভাব খাবারের অরুচি দূর করতে যেকোনো গেস্ট্রিক এর ঔষধের সাথে খাবারের ২০/৩০ মিনিট আগে দৈনিক ২-৩ বার সেব্য। (৭ দিন)।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইটোগাট এর ব্যবহার
শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিক সুবিধা কোন সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রহন করা যেতে পারে।
স্তন্যদানকালে আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রহন না করাই বাঞ্ছনীয়, যদি কখনো আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রহন করা অপরিহার্য হয় সেক্ষেত্রে স্তন্যদান বন্ধ রাখা উচিত।