এবেটিস হল বাংলাদেশের এসিআই (ACI) কোম্পানি দ্বারা বাজারজাতকৃত, ওলমেসারটান মেডোক্সোমিল (Olmesartan Medoxomil) গ্রুপের একটি ওষুধ যা শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সরবরাহ:—
১. এবেটিস ১০ মি.গ্রা. ট্যাবলেট (Abetis 10 mg Tablet), প্রতি পিস: ৳ 7.00
২. এবেটিস ২০ মি.গ্রা. ট্যাবলেট (Abetis 20 mg Tablet), প্রতি পিস: ৳ 11.00
3. এবেটিস ৪০ মি.গ্রা. ট্যাবলেট (Abetis 40 mg Tablet), প্রতি পিস: ৳ 18.00
Abetis এর কাজ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনের জন্য এবেটিস নির্দেশিত। এটি এককভাবে অথবা অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে কম্বিনেশন হিসাবে ব্যবহার করা যাবে।
Abetis Tablet খাওয়ার নিয়ম
ওলমেসারটান এর নির্দেশিত মাত্রা হলো ২০ মি.গ্রা. করে দিনে একবার। পরবর্তীতে উচ্চ রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণের জন্য ২ সপ্তাহ পর মাত্রা বৃদ্ধি করে ৪০ মি.গ্রা. করা যেতে পারে। ৪০ মি.গ্রা. এর অধিক মাত্রা অথবা দিনে দুইবার ওষুধ সেবনে ওষুধের আলাদা কোন কার্যকারিতা বৃদ্ধি পায় না।
গর্ভাবস্থায় এর ব্যবহার
গর্ভাবস্থায়: গর্ভধারণ নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব এই ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে। গর্ভাবস্থায় ২য় ও ৩য় ট্রাইমেস্টারে ব্যবহারের সময় যে সকল ওষুধ রেনিন এনজিওটেনসিন সিস্টেমে কার্যকর, সেগুলো ভ্রুণের ক্ষতি এমনকি বাচ্চার মৃত্যু ঘটাতে পারে।
স্তন্যদানকারী মা: ওলমেসারটান মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। তবে ইঁদুরের ক্ষেত্রে অল্প মাত্রায় নিঃসৃত হয়। বাচ্চার ক্ষতি হবার সম্ভাবনা এবং মায়ের ওষুধ গ্রহণের প্রয়োজনীয়তার দিক পর্যালোচনা করে ওষুধ সেবন অথবা দুগ্ধদান এর যে কোন একটি পরিহার করতে হবে।
Abetis এর পার্শ্ব প্রতিক্রিয়া
প্রচলিত: পিঠে ব্যথা, ব্রংকাইটিস, ক্রিয়েটিন ফসফোকাইনেজ বৃদ্ধি, ডায়রিয়া, মাথা ব্যথা, হেমাটুরিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া, ইনফ্লুয়েনজার মত উপসর্গ, ফ্যারিংজাইটিস, রাইনাইটিস, সাইনুসাইটিস ইত্যাদি।
বিরল: বুকে ব্যথা, পেরিফেরাল ইডিমা, আর্থরাইটিস।