প্রুরিটাস অ্যানি বা পায়ুপথে চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

প্রুরিটাস অ্যানি বা পায়ুপথে চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র OshodherKotha.con—এ
Admin
প্রুরিটাস অ্যানি বা পায়ুপথে চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
বিভিন্ন রোগে বা বিভিন্ন কারণে মলদ্বার চুলকাইতে পারে। এই চুলকানোর নাম প্রুরিটাস অ্যানি। পায়ুপথের চুলকানির পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারনের সাথে আমাদের কিছু বদভ্যাস এবং স্বাস্থ্যগত নানা কারণ দায়ী। যে সকল কারণে মলদ্বার চুলকায়? আমাদের অভ্যাসের সাথে জড়িত কিছু কারণ এখানে তুলে ধরছি:— পায়ুপথ চুলকানির কারন পরিষ্কার-পরিচ্ছন্নতা :— তাড়াহুড়ো ও অসচেতনতার কারণে আমরা অনেক সময় পায়ুপথ সঠিকভাবে পরিস্কার করি না, যার কারণে ব্যাকটেরিয়া ও নানাবিধ এলার্জেন্ট পদার্থ পায়ুপথে লেগে থাকে–যা পরবর্তীতে চুলকানির কারণ হতে পারে। পায়ুপথের মাংসপেশীর দুর্বলতা :— পায়ুপথের মাংপেশীর দূর্বলতা পায়ুপথের চুলকানির আরেকটি বিশেষ কারণ। সাধারণত চল্লিশের পর অনেকেরই মলদ্বারের মাংসপিণ্ড কিছুটা দুর্বল হয়ে যায়। এতে পায়খানা তরল বা একটু নরম হলে নিজের অজান্তেই মলরস ছুঁয়ে মলদ্বার অপরিচ্ছন্ন হয়ে যায়। ফলে পায়ুপথের নানা রকম সংক্রমণের কারণে চুলকানি হতে পারে। ত্বকের নানা রোগ :— অনেক সময় ছত্রাকজনিত ও নানা রকম জীবানু পায়ুপথের আশেপাশের ত্বকে অবস্থান করে যা চুলকানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। কিছু সাধারণ রোগ যেমন- একজিমা , সোরিয়াসিস ইত্যাদি মলদ্বার এ …