Pyorrhoea | দাঁতের গোড়ার প্রদাহ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

Pyorrhoea | দাঁতের গোড়ার প্রদাহ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে Oshodher Kotha ওয়েবসাইট-এ
Admin
Pyorrhoea | দাঁতের গোড়ার প্রদাহ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
দাঁত ও মুখের ভিতর ভালভাবে পরিস্কার না করিবার জন্য খাদ্যের কণা, পান ও সুপারির টুকরা, মাংসের টুকরা দাতের ফাঁকে লাগিয়া থাকে। পরে উহা মুখের ভিতর পঁচিয়া দাঁতের গোড়ার উপরের পেরিঅষ্টিয়াম মেমব্রেনের সংযোগস্থল নষ্ট করে। ফলে জীবাণু বৃদ্ধি পাইয়া ঐস্থানে প্রদাহ হয় ও পুঁজের সৃষ্টি করে। ধীরে ধীরে দাঁতের গোড়ার মাংসপেশী আক্রান্ত হয়। এমন কি শেষ পর্যায়ে মাড়ীর স্বাভাবিক গর্তের পাতলা হাড়ও আক্রান্ত হয়। তখন দাঁতের গোড়া ফুলিয়া যায় এবং সময় সময় পুঁজ হয়, তখন উহাকে পাইওরিয়া এলভিওলার বলে। পাইওরিয়া খুব মারাত্মক ব্যাধি। পাইওরিয়া / Pyorrhoea রোগের লক্ষন? দাঁতের গোড়া ফোলে ও লাল হয়। যেখানে ফোলে সেখানে চাপ দিলে রক্ত বা পুঁজ বাহির হইতে পারে সামান্য আঘাতেই রক্ত পড়িতে পারে। দীর্ঘদিন ভুগিলে দাঁত নড়ে। তীব্র ব্যথা হয়। মুখে দুর্গন্ধ হয়। মুখে ঠাণ্ডা পানি দিলে ধরে। রোগের চিকিৎসা? মুখ জীবাণুমুক্ত রাখতে Povidon জাতীয় মাউথওয়াশ - Viodin 1% ইত্যাদি। ব্যথার জন্য Iboprofen জাতীয় ঔষধ - Flamex ইত্যাদি। অথবা, ব্যথা তীব্র হলে Etoricoxib জাতীয় ঔষধ - Etorix, Tory ইত্যাদি। সাথে গ্যাসের ঔষধ Omeprazol জাতীয় ঔষধ - Seclo, Ometac, ইত্যাদি। অথবা, Esomiprazol জ…