Scabies (চুলকানি বা খোসপাঁচড়া): কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
Scabies (চুলকানি বা খোসপাঁচড়া): কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে OshodherKotha.com —এ
Admin
Scabies (চুলকানি বা খোসপাঁচড়া): কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
স্ক্যাবিস "সারকপটেস স্কেবিয়াই" নামক এক প্রকার জীবাণু দ্বারা ইহা হইয়া থাকে। খোসপাঁচড়া একটি সংক্রামক ব্যাধি। ইহা সাধারণত হাতের তালু, হাতের পিঠ, হাতের বা পায়ের আঙ্গুলের ফাঁক, নাভির চতুর্দিক, পাছায়, মাথায়, পেটের বিভিন্ন জায়গায় ইহা প্রচুর পরিমাণে হয়। এক পরিবারের কেহ আক্রান্ত হইলে অল্প কয়েক দিনের মধ্যে ঐ পরিবারের সকলেই আক্রান্ত হইতে পারে। আক্রান্ত স্থান অত্যন্ত চুলকায়। চুলকাইবার পরে নতুন জীবাণুর আক্রমণে ঘায়ে পুঁজ হয়। বেশী প্রদাহের জন্য জ্বরও হইতে পারে। স্ক্যাবিসের লক্ষন? আক্রান্ত স্থান চুলকায়। নখের সাহায্যে চুলকাইবার পরে নখের সাথে জীবাণু লাগিয়া উহা পাকে এবং গলে যায় ফলে, একস্থান হতে অন্য স্থানে জীবাণু লেগে আরো বেশি চুলকানি হয় এবং পাঁচড়া ওঠে। ইহা কতকগুলি নির্দিষ্ট স্থানে হয় যাহা উপরে বলা হইয়াছে। বয়স্ক লোকদের তুলনায় শিশু ও বালক-বালিকাদের বেশী হয় এবং ইহা পা ও হাতের তালুতে হয়। ঠিকমত চিকিৎসা না হইলে পাঁচড়ায় পুঁজ হয়। পুঁজ বাহির করিয়া না দিলে আঙ্গুলে ব্যথা হয় ও টন টন করে। স্ক্যাবিসের চিকিৎসা Tetrasol অথবা, Lorix Plus অথবা, Elimet Plus অথবা, Unix C সলিউশন ঔষধ (গোছলের পরে শরীর ভালোভাবে শুকিয়ে ঔষধ এ…