![]() |
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড (ইংরেজি: cetirizine-hydrochloride) একটি শক্তিশালী H₁ রিসেপ্টর এন্টাগনিস্ট যার কোন গুরুত্বপূর্ণ এন্টিকলিনারজিক এবং এন্টিসেরটনিক প্রতিক্রিয়া নেই। ব্লাড ব্রেইন বেরিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না বিধায় সাধারণ কার্যকরী মাত্রায় এটি তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করে না বা রোগীর দৈনন্দিন স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি করে না। সেটিরিজিন হিস্টামিনজনিত এলার্জির প্রারম্ভিক পর্যায়কে প্রতিরোধ করে এবং এলার্জির প্রলম্বিত পর্যায়ের জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী কোষগুলোর অস্বাভাবিক চলাচল ও রাসায়নিক পদার্থগুলোর নিঃসরণ কমিয়ে দেয়। এছাড়া সেটিরিজিন এ্যাজমা রোগীর শ্বাসের সঙ্গে প্রবেশকৃত হিস্টামিন দ্বারা শ্বাসনালীর সংকোচনকে দূর করে। সেটিরিজিন খুব দ্রুত বিশোষিত হয়। সেটিরিজিনের প্লাজমা হাফ-লাইফ ৬.৭ থেকে ১০.৯ ঘন্টা।
সেটিরিজিন এর কাজ
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ে নির্দেশিত। অর্থাৎ ঠান্ডা, সর্দি, হাঁচি ও এলার্জি নিরাময়ের জন্য খাওয়া হয়।
সিজনাল এলার্জিক রাইনাইটিস: আগাছা, ঘাস এবং ফুলের পরাগ থেকে সৃষ্ট এলার্জির উপসর্গ সমূহ দূর করে। হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও চোখের চুলকানি, চোখে পানি আসা ও চোখ লাল হওয়া উপশমে সেটিরিজিন নির্দেশিত।
পেরেনিয়াল এলার্জিক রাইনাইটিস: ধূলাবালি, পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট এলার্জির উপসর্গসমূহ দূর করতে সেটিরিজিন নির্দেশিত। এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও চোখের চুলকানি ও চোখ থেকে পানি পড়া।
ক্রণিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া: ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে সেটিরিজিন নির্দেশিত। এটি হাইভস এর প্রাদুর্ভাব, ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয়। এটি এ্যালারজেন এর ফলে সৃষ্ট এ্যাজমাকে দূর করে।
সেটিরিজিন খাওয়ার নিয়ম
সেটিরিজিন খাবারের আগে বা পরে যে কোন অবস্থাতেই খাওয়া যায়। রোগীর প্রয়োজনের উপর ওষুধটি গ্রহণের সময়কাল নির্ভরশীল।
বয়স | খাওয়ার নিয়ম |
---|---|
৬ মাসের নিচের শিশু | পিডিয়াট্রিক্স ড্রপস: ১ মি.লি. করে ১ বার |
৬ মাস থেকে ২ বছরের শিশু | ১/২ চা চামচ (২.৫ মি.লি.) ১ অথবা ২ বার (প্রয়োজন অনুযায়ী) |
২ - ৬ বছরের বাচ্চাদের জন্য | ১ চা চামচ (৫ মি.লি.) প্রতিদিন ১ অথবা ২ বার |
৬ বছর বা এর বেশি শিশুদের বা বয়ষ্কদের জন্য | ১ টি ট্যাবলেট প্রতিদিন ১ অথবা ২ বার |
সেটিরিজিনের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা
গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সেটিরিজিন গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস (CNS) ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা উচিত। কারন এর ফলে ভারসাম্য আরও হারিয়ে যেতে পারে এবং স্নায়বিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া সেটিরিজিন গ্রহণের ফলে প্লাসেবো এবং অন্যান্য নন-সিডেটিং এন্টিহিষ্টামিনের মতই সামান্য পরিমান ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে। তবে কিটোটিফেন, ক্লেমাস্টিন, ফেনিরামিন, ক্লোরফেনিরামিন অথবা মেকুইটাজিন-এর চেয়ে সেটিরিজিন খুবই কম পরিমানে তন্দ্রাচ্ছন্নতা উৎপন্ন করে।
সেটিরিজিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি
সেটিরিজিন: US FDA অনুযায়ী সেটিরিজিন হাইড্রোক্লোরাইড প্রেগন্যান্সি ক্যাটাগরী 'B' শ্ৰেণীভূক্ত ঔষধ। অর্থাৎ, গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই। যেহেতু প্রাণিজ প্রজনন গবেষনা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেটিরিজিন হাইড্রোক্লোরাইড স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়। সুতরাং স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
বাংলাদেশে জনপ্রিয় সেটিরিজিন জাতীয় ঔষধ
ঔষধের নাম ও ফরমেট | সর্বোচ্চ খুচরা মূল্য | কোম্পানির নাম |
---|---|---|
Acitrin Tablet (10 mg) | Unit Price: ৳ 3.01 | ACI Limited |
Acitrin Syrup (5 mg/5 ml) | 60 ml bottle: ৳ 34.00 | ACI Limited |
Acitrin Pediatric Drops (2.5 mg/ml) | 15 ml bottle: ৳ 25.08 | ACI Limited |
Alatrol Tablet (10 mg) | Unit Price: ৳ 3.01 | Square Pharmaceuticals PLC |
Alatrol Syrup (5 mg/5 ml) | 60 ml bottle: ৳ 35.00 | Square Pharmaceuticals PLC |
Alatrol Pediatric Drops (2.5 mg/ml) | 15 ml bottle: ৳ 28.00 | Square Pharmaceuticals PLC |
Atrizin Tablet (10 mg) | Unit Price: ৳ 3.00 | Beximco Pharmaceuticals Ltd. |
Atrizin Syrup (5 mg/5 ml) | 60 ml bottle: ৳ 30.00 | Beximco Pharmaceuticals Ltd. |
Atrizin Pediatric Drops (2.5 mg/ml) | 15 ml bottle: ৳ 25.00 | Beximco Pharmaceuticals Ltd. |