শ্যাংক্রয়েড: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

শ্যাংক্রয়েড (Chancroid): লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে....
Admin
শ্যাংক্রয়েড (Chancroid): লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

শ্যাংক্রয়েড বা চ্যানক্রয়েড হল একটা অত্যন্ত ছোঁয়াচে যৌনবাহিত রোগ যার ফলে যৌনাঙ্গে ঘা-এর সৃষ্টি হয়। ব্যাক্টেরিয়াম বা রোগজীবাণু hemophylus Ducraji (হেমোফাইলাস ডুক্রোজ) নামক এক ধরনের জীবাণুর আক্রমণে শ্যাংক্রয়েড রোগ হয়।

সাধারণত যৌন মিলনের ফলে এই এক দেহ হইতে অন্যদেহে সংক্রমিত হয়। যৌনবাহিত রোগে আক্রান্ত এমন নারীর সাথে সঙ্গম করিলে এই রোগ হতে পারে। আবার পুরুষদের লিঙ্গের মাথায় ছোট ফুটনি জাতীয় ঘা থাকিলে ঐস্থানে জীবাণুর আক্রমণে এই রোগ হইয়া থাকে। সাধারণত আক্রমণের ৩/৪ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। প্রথমে লিঙ্গের মাথায় ফোস্কা পড়ে এবং পরে ইহা ২/৩ টি একত্রে ঘায়ে পরিণত হয়। একটি ঘায়ের সাথে অন্য পার্শ্বের চামড়ার ঘর্ষণে সে স্থনেও আক্রান্ত হইতে পারে। চিকিৎসা না করিলে ঘা উপশম হইতে সময় লাগে। তবে শ্যাংক্রয়েড রোগ, সিফিলিজ রোগের মতো মারাত্মক লক্ষণ প্রকাশ করিতে পারে না।

শ্যাংক্রয়েডের লক্ষন

  1. ছোট ছোট লাল গুটাবা ফুসকুড়ি আকারে যৌনাঙ্গে দেখা দেয়। পরে এই ফুসকুরি ভেঙ্গে যায় ও আলচার হয়।
  2. অনেক সময় যৌনাঙ্গে বা পুরুষের অন্ডকোষে ছোট ছোট নরম ফোড়ার মত বের, চিকিৎসা না করিলে এগুলি পেকে যায়, পরে পুঁজ বা কষ বের হয়। ঐ স্থানে, ডেটল দিয়ে পরিষ্কার করে মলম বা পাউডার লাগালে সেরে যায়। তবে ঔষধ না খেলে রোগজীবাণু ধ্বংস হয় না।
  3. Sccondary Infection হইলে প্রথমে যৌনাঙ্গে ঘা হয় এবং তাতে পুঁজ হয়। এ রোগে গনোরিয়ার মত প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় না।

শ্যাংক্রয়েডের চিকিৎসা

  1. শ্যাংক্রয়েডের কার্যকরি ঔষধ - Flucloxacilin জাতীয় ঔষধ,
  2. ঘা হইতে দ্রুত মুক্তি পেতে Nebanol Plus ক্রিম আক্রান্ত স্থানে লাগাইতে হবে।
সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনে এবং রোগের অবস্থার ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment