সারা শরীর চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

Itching বা সারা শরীর চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র OshodherKotha.com—এ
Admin
সারা শরীর চুলকানি: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
ত্বকে চুলকানি খুবই সাধারণ একটি সমস্যা। আশেপাশের অনেকেই এ সমস্যায় ভুগছেন। কারও কারও চুলকানি এতটাই মারাত্মক হয়ে যায় যে জীবনযাত্রাও ব্যাহত হয় । বেশির ভাগ মানুষ মনে করেন যে শরীর চুলকানো মানেই অ্যালার্জি। এটা ঠিক যে এলার্জি বা অ্যালার্জি বেড়ে গেলে শরীর চুলকায়, অস্বস্তি হয়। তবে চুলকানি মানেই যে অ্যালার্জি, সেটা ঠিক নয়। অনেক চর্মরোগ আছে, যাতে সারা শরীর চুলকায়। বিভিন্ন কারণে সারা শরীর চুলকাইতে পারে। যে-কোন বয়সে এই রোগ হইতে পারে। শরীরের মধ্য হইতে এন্টিজেন সৃষ্টি হইয়া এ্যালার্জি দেখা দিলে জণ্ডিস, বহুমুত্র, খোস-পাঁচড়া , রক্তে ইউরিমিয়া বা লিওকিমিয়া প্রভৃতি রোগ হইলে সর্বশরীর চুলকায়। বৃদ্ধ বয়সে এই রোগ বেশী হইতে দেখা যায়। অনেক সময় আক্রান্ত ব্যক্তি চুলকাইতে চুলকাইতে আক্রান্ত স্থানের চামড়া উঠাইয়া ফেলে এবং পরে উহাতে জীবাণ দ্বারা আক্রান্ত হইয়া ঘায়ের সৃষ্টি হয়। ত্বকের চুলকানির লক্ষণ সারাদিন কম চুলকায় তবে সন্ধ্যায় বা ঘুমানোর সময় ক্রমাগত চুলকানি বৃদ্ধি পায়। শুষ্ক ত্বক, লাল, অথবা খসখসে ত্বক। চুলকানির স্থানে ফুসকুড়ি বা ছোট ছোট ফোঁড়া দেখা যায়। ক্রমাগত চুলকানির কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। রোগের চিকিৎসা? চুলকানি বন্ধ…