সেটিরিজিন: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ ও সতর্কতা
সেটিরিজিন জাতীয় ঔষধের কাজ, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম বা ডোজ ও সতর্কতা ইত্যাদির বিস্তারিত।
Admin
সেটিরিজিন: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ ও সতর্কতা
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড (ইংরেজি: cetirizine-hydrochloride) একটি শক্তিশালী H₁ রিসেপ্টর এন্টাগনিস্ট যার কোন গুরুত্বপূর্ণ এন্টিকলিনারজিক এবং এন্টিসেরটনিক প্রতিক্রিয়া নেই। ব্লাড ব্রেইন বেরিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না বিধায় সাধারণ কার্যকরী মাত্রায় এটি তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করে না বা রোগীর দৈনন্দিন স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি করে না। সেটিরিজিন হিস্টামিনজনিত এলার্জির প্রারম্ভিক পর্যায়কে প্রতিরোধ করে এবং এলার্জির প্রলম্বিত পর্যায়ের জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী কোষগুলোর অস্বাভাবিক চলাচল ও রাসায়নিক পদার্থগুলোর নিঃসরণ কমিয়ে দেয়। এছাড়া সেটিরিজিন এ্যাজমা রোগীর শ্বাসের সঙ্গে প্রবেশকৃত হিস্টামিন দ্বারা শ্বাসনালীর সংকোচনকে দূর করে। সেটিরিজিন খুব দ্রুত বিশোষিত হয়। সেটিরিজিনের প্লাজমা হাফ-লাইফ ৬.৭ থেকে ১০.৯ ঘন্টা। সেটিরিজিন এর কাজ সেটিরিজিন হাইড্রোক্লোরাইড সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ে নির্দেশিত। অর্থাৎ ঠান্ডা, সর্দি, হাঁচি ও এলার্জি নিরাময়ের জন্য খাওয়া হয়। সিজনাল এলার্জিক রাইনাইটিস : আগাছা, ঘাস এবং ফুলের পরাগ থেকে সৃষ্ট এলার্জির উপসর্গ সমূহ দ…