পুরুষত্বহীনতা: কারন, চিকিৎসা ও পরামর্শ

পুরুষত্বহীনতা (Erectile d Dysfunction): হওয়ার কারন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে..
Admin
পুরুষত্বহীনতা: কারন, চিকিৎসা ও পরামর্শ
পুরুষত্বহীনতা, যাকে সাধারণত ইরেক্টাইল ডিসফাংশন (ED) বলা হয়। সহজ কথায়, পুরুষত্বহীনতা হলো সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য পর্যাপ্ত উত্থান অর্জন বা বজায় রাখার অক্ষমতাকে বুঝায়। আবার, সাধারণত: পুরুষাঙ্গ উত্তেজনায় দৃঢ় ও শক্ত হয়। কিন্তু উহা সঠিক স্থায়ী ও দৃঢ় না হওয়ার জন্য উহাকে আংশিক অঙ্গ শিথিল ও পুরুষত্বহীনতা বলা হয়। পুরুষত্বহীনতার কারন ও লক্ষন দীর্ঘদিন যৌন ব্যাধিতে ভূগিলে এবং যথাসময়ে উহার চিকিৎসা না করিলে। অল্প সময়ে বার বার সঙ্গম করিলে কিছুক্ষণের জন্য এমন হইতে পারে। কিন্তু প্রথম দিকে এমন না হইয়া শেষ দিকেও হইতে পারে। স্নায়োর ক্লান্তি ও অবসাদের জন্য ইহা হইতে পারে। স্ত্রীর বিরাট দেহ মনকে চিন্তাযুক্ত করিয়া মনে ভীতির সঞ্চার করে। এই ধরনের চিন্তা দীর্ঘদিন হইলে শেষ পর্যায়ে বিরাট ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। প্রায়ই হস্থমৈথুন, স্বপ্নদোষ, স্বমেহন, লিঙ্গের অগ্রভাগে আঠাল পদার্থ বাহির হওয়ায় দীর্ঘদিন চিন্তা ভাবনা করিলে ধীরে ধীরে যৌন অঙ্গে আংশিক শিথিল ভাব দেখা দিতে পারে। Vitamin-E-এর অভাবে এমন হইতে পারে। Calcium-এর অভাবের জন্যও এমন হইতে পারে। ৪০/৫০ বৎসর বয়সের অধিক হইলেও ইহা হইতে পারে। পুরুষত্বহীনতার চিকিৎসা নার্ভের শি…