![]() |
ফেক্সোফেনাডিন (ইংরেজি: Fexofenadine) হলো দ্বিতীয় প্রজন্মের এন্টিহিস্টামিন যা অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি খুব অল্প পরিমাণে ব্লাড-ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে ফলে ঝিমুনি করে না।
ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান। এটা নির্দিষ্টভাবে H₁ রিসেপ্টরকে প্রতিরোধ করে। ফেক্সোফেনাডিন গ্রহনের পর দ্রুত শোষিত হয়; ২-৩ ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়। এর ৬০% - ৭০% প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে। এর নিষ্কাষন হাফ লাইফ সাধারণত ১৪ ঘন্টা। ফেক্সোফেনাডিন ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে না।
ফেক্সোফেনাডিন এর কাজ
ফেক্সোফেনাডিন: অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, সাইনুসাইটিস, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা, নাক দিয়ে অনবরত জল পড়া, অনবরত হাঁচি, চোখ ও ত্বক চুলকানো প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ফেক্সোফেনাডিন খাওয়ার নিয়ম
বয়স | খাওয়ার নিয়ম |
---|---|
৬ মাস থেকে ২ বছরের কম বয়সের শিশুদের জন্য | ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি. বা ১/২ চা চামচ) করে দিনে ১ অথবা ২ বার |
২ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য | ৩০ মি.গ্রা. (৫ মি.লি. বা ১ চা চামচ) করে দিনে ১ অথবা ২ বার |
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সিদের জন্য | ট্যাবলেট: ৬০ মি.গ্রা. দৈনিক দুই বার অথবা ১২০ মি.গ্রা. দৈনিক এক বার অথবা ১৮০ মি.গ্রা. দৈনিক এক বার |
ফেক্সোফেনাডিন প্রেগন্যান্সি ক্যাটাগরি
বহুল ব্যবহৃত Fexofenadine এর Pregnancy category - C তাই Pregnancy তে এইটা খুব বেশি প্রয়োজন না হলে করবেন না।
গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিন এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এটি মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফেক্সোফেনাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
ফেক্সোফেনাডিন এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ইরাইথ্রোমাইসিন অথবা কিটোকোনাজল এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিনের প্লাজমা ঘনত্ব বেড়ে যায়। এ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ এন্টাসিড এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিন এর শোষণ মাত্রা কমে যায়। কিছু ফলের রস ফেক্সোফেনাডিন এর কার্যকারিতা কমিয়ে দেয়।
বাংলাদেশে জনপ্রিয় ফেক্সোফেনাডিন জাতীয় ঔষধ
SL | ঔষধের নাম | কোম্পানির নাম |
---|---|---|
01. | Fexo | Square Pharmaceuticals PLC |
02. | Fenadin | Renata PLC |
03. | Fexofast | Drug International Ltd. |
04. | Fixal | Opsonin Pharma Ltd. |
05. | Axodin | Beximco Pharmaceuticals Ltd. |
06. | Telfast | Synovia Pharma PLC. |
07. | Fenofex | Incepta Pharmaceuticals Ltd. |
08. | Fexomin | Ibn Sina Pharmaceuticals Ltd. |
09. | Fastel | Radiant Pharmaceuticals Ltd. |
10. | Ritch | ACI Limited |
11. | Vifas | Healthcare Pharmaceuticals Ltd. |
12. | Dinafex | Eskayef Pharmaceuticals Ltd. |