ফেক্সোফেনাডিন: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ ও সতর্কতা

ফেক্সোফেনাডিন (ইংরেজি: Fexofenadine) হলো দ্বিতীয় প্রজন্মের এন্টিহিস্টামিন যা অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে..
Admin
ফেক্সোফেনাডিন: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ ও সতর্কতা
ফেক্সোফেনাডিন (ইংরেজি: Fexofenadine) হলো দ্বিতীয় প্রজন্মের এন্টিহিস্টামিন যা অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি খুব অল্প পরিমাণে ব্লাড-ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে ফলে ঝিমুনি করে না। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান। এটা নির্দিষ্টভাবে H₁ রিসেপ্টরকে প্রতিরোধ করে। ফেক্সোফেনাডিন গ্রহনের পর দ্রুত শোষিত হয়; ২-৩ ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়। এর ৬০% - ৭০% প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে। এর নিষ্কাষন হাফ লাইফ সাধারণত ১৪ ঘন্টা। ফেক্সোফেনাডিন ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে না। ফেক্সোফেনাডিন এর কাজ ফেক্সোফেনাডিন: অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, সাইনুসাইটিস, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা, নাক দিয়ে অনবরত জল পড়া, অনবরত হাঁচি, চোখ ও ত্বক চুলকানো প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফেক্সোফেনাডিন খাওয়ার নিয়ম বয়স খাওয়ার নিয়ম ৬ মাস থেকে ২ বছরের কম বয়সের শিশুদের জন্য ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি. বা ১/২ চা চামচ) করে দিনে ১ অথবা ২ বার ২ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ৩০ মি.গ্রা…