![]() |
জিহ্বার রোগের কারন: গ্লোসাইটিস; সাধারণত ভিটামিনের অভাব, ঠাণ্ডালাগা, পানে চুন বেশী খাওয়া, লৌহ জাতীয় খাদ্যের অভাবে রক্তাল্পতায় জিহ্বার প্রদাহ হইয়া থাকে।
জিহ্বার রোগের লক্ষন
- জিহ্বা লাল হয়, ফুলিয়া উঠে উহাতে ভয়ানক কষ্টদায়ক ব্যথা ও যন্ত্রণা অনুভূত হয়।
- অনেক সময় জিভ ফুলিয়া মুখের বাহিরে আসিয়া থাকে ফলে উহা হইতে বেশী পরিমাণ লালা ক্ষরণ হয়।
- জিহ্বার সঙ্গে তালু, তালুমূল, গলা প্রভৃতি অংশে ব্যথা হয়।
- জিহবা ছিলিয়া যায়, জিহ্বা দেখিলেই যে-কেউ জিহ্বার ছিলিয়া যাওয়া বুঝিতে পারে।
- অনেক সময় জিহ্বায় ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।
- ঝাল মসলাযুক্ত খাদ্য কোনক্রমেই খাইতে পারিবে না।
জিহ্বার রোগের চিকিৎসা
- কুসুমগরম পানির সাথে লবন মিশিয়ে কুলকুচি করতে হবে।
- মুখ পরিষ্কার রাখার জন্য Povidone জাতীয় মাউথওয়াশ - Viodin 1% ইত্যাদি।
- জিহ্বার ফুসকুড়ি দূর করতে Nystatin জাতীয় ঔষধ - Nystat, Candex ইত্যাদি।
- সেইসাথে Miconazol Oral Gel - Micoral Gel, Gelora Gel ইত্যাদি।
- ইনফেকশন এড়াতে - Flucloxaciliin জাতীয় ঔষধ - Fluclox, Flucloxin, Phylophen ইত্যাদি।
- ভালো হয়ে যাবার পরে কিছুদিন Multivit Plus সেবন করা ভালো।
উপদেশ
- ঝাল জিনিস খাওয়া চলিবে না, যতদিন ঘা আরোগ্য না হয়।
- ভাত খাবার পরে মুখ পরিস্কার করা ভাল।
সতর্কতা!
ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনের ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।