দাঁতের ফোড়া: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে Oshodher Kotha ওয়েবসাইট
Admin
দাঁতের ফোড়া: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ দাঁতের ফোড়া/মাড়িতে ফোড়া : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর দাঁত-মুখ ভালভাবে পরিস্কার করা প্রত্যেকেরই উচিত। ইহা ঠিকমত না করিলে, কিম্বা খাওয়া-দাওয়ার কাজ শেষে ভালভাবে কুলকুচা না করিলে দাঁতের মধ্যে ও মাড়িতে খাদ্য দ্রব্য জমিয়া এই রোগ সৃষ্টি হয়। আবার শরীরে ক্যালসিয়ামের অভাবে কিম্বা পাইওরিয়া রোগে ভুগিলেও এই রোগ হয়। অনেক সময় দাঁত মাজার কাজ ঠিকমত না করিলে দাঁতে Tartar জাতীয় ময়লা জমিয়া মাড়িতে ফোঁড়ার সৃষ্টি করিতে সহায়তা করে। মাড়ির ফোড়ার লক্ষন? দাঁতের গহ্বরে ক্ষুদ্র ফোড়া শুরু হয়। ধীরে ধীরে রোগ বৃদ্ধি পাইয়া দাঁতের মাড়ি ও গাল ফুলিয়া যায়। অনেক সময় মাড়ি বা গালের চামড়া ফাটিয়া পুঁজ বাহির হয়। দাঁতে তীব্র ব্যথা হয়, দপ দপ করে, ভীষণ জ্বালা যন্ত্রণা হয়। সঙ্গে শরীরে সামান্য জ্বর থাকে। রোগের চিকিৎসা? দাঁতের মাড়ির ফোড়ার ইনফেকশন এড়াতে এন্টিবায়োটিক; Flucloxacilin জাতীয় ঔষধ - Fluclox, Flucloxin, Phylophen, Fluster ইত্যাদি। সাথে Metronidazol জাতীয় ঔষধ - Amodis, Metril, Metro, Filmet ইত্যাদি। মুখের অস্বস্তি এবং দুর্গন্ধ এড়াতে Povidon জাতীয় মাউথওয়াশ - Viodin 1% ইত্যাদি। ব্যথার জন্য Iboprofen জাতীয় ঔষধ - Flamex ইত্যাদি। অথবা,…