শ্যাংক্রয়েড: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

শ্যাংক্রয়েড (Chancroid): লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে....
Admin
শ্যাংক্রয়েড: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
শ্যাংক্রয়েড বা চ্যানক্রয়েড হল একটা অত্যন্ত ছোঁয়াচে যৌনবাহিত রোগ যার ফলে যৌনাঙ্গে ঘা-এর সৃষ্টি হয়। ব্যাক্টেরিয়াম বা রোগজীবাণু hemophylus Ducraji (হেমোফাইলাস ডুক্রোজ) নামক এক ধরনের জীবাণুর আক্রমণে শ্যাংক্রয়েড রোগ হয়। সাধারণত যৌন মিলনের ফলে এই এক দেহ হইতে অন্যদেহে সংক্রমিত হয়। যৌনবাহিত রোগে আক্রান্ত এমন নারীর সাথে সঙ্গম করিলে এই রোগ হতে পারে। আবার পুরুষদের লিঙ্গের মাথায় ছোট ফুটনি জাতীয় ঘা থাকিলে ঐস্থানে জীবাণুর আক্রমণে এই রোগ হইয়া থাকে। সাধারণত আক্রমণের ৩/৪ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। প্রথমে লিঙ্গের মাথায় ফোস্কা পড়ে এবং পরে ইহা ২/৩ টি একত্রে ঘায়ে পরিণত হয়। একটি ঘায়ের সাথে অন্য পার্শ্বের চামড়ার ঘর্ষণে সে স্থনেও আক্রান্ত হইতে পারে। চিকিৎসা না করিলে ঘা উপশম হইতে সময় লাগে। তবে শ্যাংক্রয়েড রোগ, সিফিলিজ রোগের মতো মারাত্মক লক্ষণ প্রকাশ করিতে পারে না। শ্যাংক্রয়েডের লক্ষন ছোট ছোট লাল গুটাবা ফুসকুড়ি আকারে যৌনাঙ্গে দেখা দেয়। পরে এই ফুসকুরি ভেঙ্গে যায় ও আলচার হয়। অনেক সময় যৌনাঙ্গে বা পুরুষের অন্ডকোষে ছোট ছোট নরম ফোড়ার মত বের, চিকিৎসা না করিলে এগুলি পেকে যায়, পরে পুঁজ বা কষ বের হয়। ঐ স্থানে, …