মুখের ঘা: হওয়ার কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র Oshodher Kotha ওয়েবসাইটে
Admin
মুখের ঘা: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
সচরাচর শীতকালে মানুষের মুখে ঘা দেখা যায়। পেটের পীড়া, ভাইটামিন-বি (রিবোফ্লাবিন), ফলিক এসিড বা ভাইটামিন সি কিম্বা যে কোন ভাইটামিনের অভাবে ইহা হইয়া থাকে। শিশু ও বয়স্কদের মধ্যে মাঝে মাঝে জিহ্বায় যে ঘা দেখা যায়, উহার প্রধান কারণ পেটের পীড়া, ভাইটামিনের অভাব ইত্যাদি। তবে জ্বর, হামজ্বর, প্রভৃতির পরেও এই রোগ হয়। দাঁত ঠিক মত পরিষ্কার না করার জন্য এই রোগ হইয়া থাকে। অনেকের ভিটামিন B₂-এর অভাবে দুই ঠোঁটের কোণায় ঘা, কখনও বা দাঁতের গোড়ায় ঘা হইতে দেখা যায়। আবার অপুষ্টি জনিত কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়া গেলেও মুখে ঘা হইতে পারে। মুখে ঘায়ের লক্ষন জিহ্বার উপরে পাতলা ঘা হয়। ঘা-এর চতুর্দিকে লাল রং দেখা যায়। মুখের কোণায় ভিজা ভিজা সাদা ঘা দেখা যায়। এই ঘা ঠোঁট পর্যন্ত ছড়াইয়া যায়। জিহ্বা, দাঁতের মাড়ি, তালু প্রভৃতি ফুলে উঠে ও ঘা হয়। কোন ঝাল বা ঝাঁজপূর্ণ জিনিস খাইতে পারে না। মুখের ঘা এর ঔষধ Riboflavin জাতীয় ঔষধ - Ribosina, Riboson ইত্যাদি। Multivitamin & Multimineral জাতীয় ঔষধ - Multivit Plus, Ziskavit M, Revital, Solvit M ইত্যাদি। উপরোক্ত ঔষধে না কমলে Miconazole Oral Gel জাতীয় ঔষধ - Micoral Gel, Gelora Gel…