কৃমি: লক্ষণ, কারণ ও চিকিৎসা

কৃমি রোগের লক্ষন, কত প্রকার, হওয়ার কারন, চিকিৎসা ও ঔষধের পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে Oshodher Kotha -এ
Admin
কৃমি: লক্ষণ, কারণ ও চিকিৎসা
কৃমি সাধারণত পাঁচ (৫) প্রকারের হয়ে থাকে। যেমন - রাউন্ড ওয়ার্ম (Round worm), হুক ওয়ার্ম (Hook worn), পিন / থ্রেড ওয়ার্ম (Thread / Pin worm), টেপ ওয়ার্ম (Tape worm), হুইপ ওয়ার্ম (Whip worm)। প্রত্যেক প্রকারের কৃমির ডিম হয়। এই ডিম যেভাবেই হোক মানুষের অন্ত্রে পৌঁছিয়া সেখানে আকারে বৃদ্ধি পায়। পরে এই ডিম হইতে পুরুষ বা স্ত্রী উভয় প্রকার কৃমি হয়। ধীরে ধীরে উহাদের বংশ বৃদ্ধি পায়, পরিমাণে বেশী হইয়া পায়খানার সহিত বাহির হয়। পরে ধূলা-বালি, মশা-মাছির মাধ্যমে খাদ্যের সঙ্গে মানবদেহে যায় ও নতুন লোক আক্রান্ত হয়। এমনিভাবে কৃমি অন্ত্রে বাসা বাঁধে, পরে মলের সহিত নির্গত হয়। কৃমির লক্ষন? প্রথমে রোগী দুর্বলতা অনুভব করে ও রক্তহীন হয়। রক্তহীনতায় রোগী ফ্যাকাসে ও সাদা দেখায়। হাত, পা ও মুখে ফুলা ফুলা দেখায়। ক্ষুধা কম হয়, বদহজম হয় এবং মাঝে মাঝে পাতলা কিম্বা ভোকসা পায়খানা হয়। রক্তহীনতার জন্য মাথা ঘোরে, হাত-পা জ্বালা করে। পথ চলিতে গেলে বুক ধরপড় করে। প্রচুর খাইলেও শরীর ভাল হয় না। দিনের পর দিন শরীর দুর্বল হইতে থাকে। পেটে ব্যথা হয়, অনেক সময় ব্যথা তীব্র হয়। উপরের পেটে চাপ দিলে রোগী ব্যথা অনুভব করে। মাঝে মাঝে পাতলা পায়খানা হয়, ২/১…