দাঁতে পোকা বা দাঁতের ক্ষয়: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
দাঁতে পোকা বা দাঁতের ক্ষয়: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র Oshodherkotha.com ওয়েবসাইটে।
Admin
দাঁতে পোকা বা দাঁতের ক্ষয়: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
দাঁতের ক্ষয় বা দন্তক্ষয় রোগ দাঁতের একটি জীবাণুজনিত রোগ। খাদ্য গ্রহণ করিয়া দাঁত পরিস্কার না করিলে দাঁতে খাদ্য লাগিয়া থাকে এবং ঐসব খাদ্য বস্তুর মধ্যে বিভিন্ন জীবাণু বংশ বৃদ্ধি করে। ঐসব জীবাণুর মধ্যে এসিড প্রস্ততকারী জীবাণুগুলি তাহাদের সৃষ্ট এসিডের সাহায্যে দাঁতের এনামেল ও ডেন্টিনের ক্ষয় সাধন করে। এইভাবে জীবাণুজনিত কারণে দাঁতের গায়ে সৃষ্ট ক্ষত বা গর্তকে দাঁতের 'কেরিজ' বা 'দন্তক্ষয়' রোগ বলে। এই রোগ সাধারণত প্রথম শুরু হয়। দাঁতের যেসব জায়গায় খাবার অতি সহজেই জমিয়া থাকে সেইখান থেকে। প্রথম দিকে আক্রান্ত ক্ষতটিকে এনামেলের উপর একটি কালো দাগের মত দেখা যায়। আস্তে আস্তে উহা একটি ছোট গর্তে পরিণত হয়। ঐ গর্তে অতি সহজেই খাবার ও জীবাণু জমিয়া থাকে এবং গর্তটি ক্রমান্বয়ে বড় হইতে থাকে। এইভাবে ক্ষতটি এনামেল হইয়া ডেন্টিনে প্রসারিত হয়। এই রোগ ডেন্টিনে প্রসারিত হইলে ঠান্ডা বা গরম পানি গ্রহণের সময় দাঁত শির শির করে। চিকিৎসা না হইলে ক্ষত ক্রমাম্বয়ে গভীর হইয়া ঘায়ে প্রসারিত হয় এবং উহাতে প্রদাহের সৃষ্টি করে। দন্তক্ষয় (দাঁতের ক্ষয়) বা কেরিজ একটি জীবাণুজনিত রোগ। যে ধরনের জীবাণু এই রোগের সৃষ্টি করে তার মধ্…