![]() |
একজিমা বা বিখাউজ এক প্রকার চর্মরোগ। এলার্জি থেকে এই রোগ হয় বলে একজিমাকে, এলার্জিক ডারমাটাইটিস রোগ বলে। সাধারণত হাতের ও পায়ের বাহিরের দিকে, আঙ্গুলের গায়ে একজিমা হয়।
এাজিমাতে পেলিউল এবং ভেসিকল নামে চামড়ার ভিতর হইতে গোটা বাহির হয়। ভেসিকলের ভিতরে রস থাকে যা চুলকায় এবং ফাটিয়া রস বাহির হয়। বাচ্চাদের এই রোগ হইলে, তাহাকে Infantile Eczema (ইফেনটাইল একজিমা) বলে।
ছোট বাচ্চাদের গায়ে, বাহুতে এবং হাতে লালচে ধরনের ফুসকুড়ি বাহির হয়। ইহার মধ্যে পুঁজ হয় এবং এক সময় ফুসকড়ি ফাটিয়া পুঁজ বাহির হয়।
বড় ছেলে-মেয়েদের একজিমা সাধারণত শুষ্ক হয় এবং সচরাচর কনুই ও হাঁটুর পিছনে চামড়া, পায়ের পাতা কিংবা কোমরে হয়। অতিরিক্ত এলার্জির রিয়্যাকশনের জন্য ইহা হয়ে থাকে। আক্রান্ত স্থানের অবস্থা অনুসারে একজিমাকে ২ ভাগে ভাগ করা যায়:—
- Dry Eczema (ড্রাই একজিমা):— ইহা শুষ্ক থাকে এবং চুলকানি অল্প হয়।
- Wet Eczema (ওয়েট একজিমা):— ইহাতে জলীয় বা আঠালো পদার্থ হয় এবং ঐ জলীয় বা আঠাল পদার্থ সকল সময় বের হইতে পারে।
একজিমা বা বিখাউজ এর ঔষধ
- একজিমাতে Potassium Parmanganate (পটাশ) দিয়ে ধুইয়ে বা পরিষ্কার করে নিতে হবে।
- শুকানোর পরে Calamine Lotion লাগিয়ে দিতে হবে।
- অথবা, স্টেরয়েড ক্রিম - Fungidal HC অথবা, Dermasol N অথবা, Bentovet N ক্রিম আক্রান্ত স্থানে লাগাতে হবে। অথবা Calamine Lotion শুকানোর পরেও লাগানো যাবে।
- চুলকানির জন্য Antihistamine জাতীয় ঔষধ - Alcet অথবা, Deslor অথবা, Bilastin ইত্যাদি।
- উপরের ঔষধে ভালো না হলে স্টেরয়েড জাতীয় ঔষধ - Cortan, Precodil ইত্যাদি দেয়া যেতে পারে।
- প্রয়োজনে Antifungal জাতীয় ঔষধ - Xfin অথবা, Terbin অথবা, Itraconazole অথবা, Itra ইত্যাদি।
- প্রয়োজনে এন্টিবায়োটিক Flucloxacilin জাতীয় ঔষধ - Fluclox, Phylophen, Flucloxin, Fluster ইত্যাদি।
- চিন্তামুক্ত বা মানসিক প্রশান্তির জন্য - Triptin অথবা, Notrin ইত্যাদি জাতীয় ঔষধ।
একজিমা হলে করনীয়
- প্রচুর পরিমাণ খাবার খাইবে। তবে ডিম, মাছ, দুধ, কলা ইত্যাদি এলার্জি জাতীয় খাবার পরিহার করিতে হইবে।
- জ্বালা সৃষ্টিকারী সাবান, ঔষধ ইত্যাদি ব্যবহার করা যাইবে না।
- আক্রান্তস্থান সর্বদা শুকনা রাখিতে হইবে।