![]() |
দাদ (দাঁদ) বা দাউদ (Ringworm) ছত্রাক ঘটিত চর্মরোগ। ইহা সকল বয়সের লোকদেরই হইতে পাবে। ইহা ছোঁয়াচে এবং দ্রুত একজনের দেহ থেকে অন্যজনের দেহে যায়। ইহা মানুষের চামড়ার মধ্যে থাকে, নীচে যায় না। ইহা শরীরের যে কোন স্থানে চামড়া আক্রান্ত হইয়া উহার চারিদিকে গোলাকার হইয়া ছড়াইয়া পড়ে। দাদ দেখিতে আংটির মত হয় বলিয়া দাউদকে রিং ওয়ার্ম (Ring worm) বলে। শরীরের স্থান অনুসারে দাদের বিভিন্ন নাম হয়।
- টিনিয়া কেপিটিস (Tinea Capitis) মাথার দাদ:— ইহা সাধারণত ছোট ছেলে মেয়েদের মাথায় হইয়া থাকে।
- টিনিয়া করপরিস (Tinea Corporis) শরীরের দাদ:— ইহা সাধারণত টাইকোফাইটন (Trichophyton) দ্বারা সংঘটিত হয়।
- টিনিয়া ক্রুরিজ (Tinea Cruris) বগল বা কুচকিতে দাদ:— ইহা ঘামাচির মত ফুকুড়ি হয়। হবে মারাত্মকভাবে হয় এবং দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়।
- টিনিয়া বারবেয়ী (Tinea Barbae) দাড়ির দাদ:— ইহা সচরাচর উপরের ঠোঁটে হয় না।
- টিনিয়া পেডিজ (Tinea Pedis):— ইহা কোমর, পায়ের আঙ্গুলী, পায়ের পাতা, পায়ের তলার দাদ।
- টিনিয়া আনগুয়িয়াম (Tinea Unguim):— ইহা নখের দাদ।
- টিনিয়া সারসিনিটা (Tinea Sarsineta):— ইহা হাত, পা, বুক, পিঠও পেটের দাদ।
দাদের লক্ষন
- প্রথমে আক্রান্ত স্থান খুব চুলকায়। তারপর ছোট ফুস্কুড়ি বাহির হয়।
- দাদ গোলাকার আকারে ছড়ায়। গোলভাবে ছড়ায় বলিয়া ইহার নাম রিং ওয়ার্ম (Ringworm)।
- চুলকানোর পর এক ধরনের কষ বাহির হয়। ঐ কষে দাদের জীবাণু থাকে বলিয়া ইহা শরীরের অন্য অংশে ছড়ায়।
- ইহা পাকে না বা পুঁজও পড়ে না। ইহা কেবলই চুলকায় এবং কষ বাহির হয়। উপরে মামড়ি পড়ে, পরে চুলকানোর সময় তাহা উঠিয়া যায় এবং কস বের হয়।
- ইহা সারা শরীরে হইতে পারে। মুখে বেশী হয় না। বেশী হয় দেহে, কোমরে, হাতে, পাছায় এবং কুচলিতে।
- মাথাতেও দাদ হয়, তবে পরিমাণে নিতান্ত কম।
- বিনা ঔষধে ভাল হইতে চায় না। দ্রুত আরোগ্যের ব্যবস্থা না করিলে বিখাউজ (Eczema) পরিণত হয়।
দাদ রোগের ঔষধ
- শরীরের যেকোন দাদ এর জন্য Antifungal জাতীয় ঔষধ - Flugal অথবা, Omastin অথবা, Candinil ইত্যাদি।
- চুলকানির জন্য Antihistamine জাতীয় ঔষধ - Alcet অথবা, Deslor অথবা, Bilastin ইত্যাদি।
- দাদের ক্রিম - Pevitin অথবা, Pevison অথবা, Econet Plus অথবা, Clotrim অথবা, Xfin অথবা, Terbin ইত্যাদি।
উপদেশ
- অন্যের চিরুনী বা কাপড় ব্যবহার করা যাইবে না।
- রোগাক্রান্ত গরু, কুকুর, বিড়ালের সংস্পর্শে যাওয়া যাইবে না।
- এই দাদ/দাউদে নোখ লাগানো যাবেনা।
সতর্কতা!
ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনের ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।