Eczema বা একজিমা: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

Eczema বা একজিমা (বিখাউজ): এর কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র OshodherKotha.com—এ
Admin
Eczema বা একজিমা: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
একজিমা বা বিখাউজ এক প্রকার চর্মরোগ। এলার্জি থেকে এই রোগ হয় বলে একজিমাকে, এলার্জিক ডারমাটাইটিস রোগ বলে। সাধারণত হাতের ও পায়ের বাহিরের দিকে, আঙ্গুলের গায়ে একজিমা হয়। এাজিমাতে পেলিউল এবং ভেসিকল নামে চামড়ার ভিতর হইতে গোটা বাহির হয়। ভেসিকলের ভিতরে রস থাকে যা চুলকায় এবং ফাটিয়া রস বাহির হয়। বাচ্চাদের এই রোগ হইলে, তাহাকে Infantile Eczema (ইফেনটাইল একজিমা) বলে। ছোট বাচ্চাদের গায়ে, বাহুতে এবং হাতে লালচে ধরনের ফুসকুড়ি বাহির হয়। ইহার মধ্যে পুঁজ হয় এবং এক সময় ফুসকড়ি ফাটিয়া পুঁজ বাহির হয়। বড় ছেলে-মেয়েদের একজিমা সাধারণত শুষ্ক হয় এবং সচরাচর কনুই ও হাঁটুর পিছনে চামড়া, পায়ের পাতা কিংবা কোমরে হয়। অতিরিক্ত এলার্জির রিয়্যাকশনের জন্য ইহা হয়ে থাকে। আক্রান্ত স্থানের অবস্থা অনুসারে একজিমাকে ২ ভাগে ভাগ করা যায়:— Dry Eczema (ড্রাই একজিমা) :— ইহা শুষ্ক থাকে এবং চুলকানি অল্প হয়। Wet Eczema (ওয়েট একজিমা) :— ইহাতে জলীয় বা আঠালো পদার্থ হয় এবং ঐ জলীয় বা আঠাল পদার্থ সকল সময় বের হইতে পারে। একজিমা বা বিখাউজ এর ঔষধ একজিমাতে Potassium Parmanganate (পটাশ) দিয়ে ধুইয়ে বা পরিষ্কার করে নিতে হবে। শুকানোর পরে Calamine Lotion লাগিয়ে দিতে …