গনোরিয়া: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ

গনোরিয়া (Gonorrhea): লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে OshodherKotha.com—এ
Admin
গনোরিয়া: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
গনোরিয়া সাধারণত একটি যৌনবাহিত ব্যাকটেরিয়া সংক্রমণ। গণোরিয়া এক ধরনের মহামারী জাতীয় রোগ। ইহা পুরুষ নারী উভয়েরই হয়ে থাকে। গনোকক্কাস নামক এক প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে এই রোগ হয়ে থাকে। যদি কোন স্বামী বা স্ত্রী যেকোন একজা গণোরিয়া রোগে আক্রান্ত হয় তাহলে, সঙ্গম (সহবাস) করিলে সঙ্গমকারী ব্যক্তির এই রোগ হতে পারে। পুরুষ হইতে নারী কিংবা নারী হইতে পুরুষের দেহে সংক্রামিত হয়। তাছাড়া যৌন মিলনের ফলে এই সকল রোগ হয় বলে এই রোগগুলিকে যৌনব্যাধি বলে। আবার অনেকে  মেহ, প্রমেহ বা ধাতুপীড়া বলে থাকে। গনোরিয়া রোগ জীবাণু শরীরে অন্য কোনও স্থানের মিউকাস মেমব্রেনে লাগিত্রে সেই স্থানও আক্রান্ত হইতে পারে। এই রোগে মূত্রথলি, জরায়ু, গর্ভাশয়, পুরুষাঙ্গ, শুক্রথলি ইত্যাদি বিভিন্ন স্থান আক্রান্ত হয় এবং ধীরে ধীরে জীবাণু রক্তে ঢুকিয়া শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে। মেয়েদের যৌন স্থান হইতে পুঁজ মলদ্বারে গড়াইয়া প্রদাহ হওয়ার নাম গণোকক্কাস প্রোফাটাইসিস। ইহা বংশ পরস্পরা সংক্রমিত হয় না, তবে গণোরিয়ায় আক্রান্ত মায়ের পেট থেকে সন্তান হইবার সময় ইহার পুঁজ সন্তানের চোখে লাগিয়ে শিশুর ঐ চোখ অন্ধ হইয়া যাওয়ার সম্ভাবনা থাকে। রোগ জীবাণু শর…