বসন্ত রোগ: এর কারন, লক্ষন ও চিকিৎসা

বসন্ত রোগ: এর প্রকার, কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে
Admin
বসন্ত রোগ: এর কারন, লক্ষন ও চিকিৎসা
বসন্ত রোগ বলতে প্রধানত দুটি রোগ বোঝানো হয়: গুটিবসন্ত (Smallpox) এবং জলবসন্ত (Chickenpox)। গুটিবসন্ত একটি মারাত্মক, ভ্যারিওলা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ যা বিশ্ব থেকে নির্মূল করা হয়েছে, কিন্তু জলবসন্ত (ভ্যারিসেলা-জুস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট) এখনও বিদ্যমান এবং তুলনামূলকভাবে কম মারাত্মক। উভয়ই ছোঁয়াচে রোগ এবং এদের প্রতিরোধে টিকা গুরুত্বপূর্ণ। সংক্রামক ব্যাধিগুলির মধ্যে বসন্ত খুবই মারাত্মক! যা অতি সহজে বিস্তার লাভ করে। অনেক সময় ইহা মহামারী আকারে হইয়া থাকে। বাতাসের মাধ্যমে ইহা ছড়াইয়া পড়ে। আবার মাছির মাধ্যমেও ইহা ছড়াইয়া পড়ে। ছোঁয়াচ লাগিবার পক্ষকালের মধ্যেই একজন সুস্থ ব্যক্তি আক্রান্ত হইয়া পড়ে। বসন্তরোগ নির্ণয় সামান্য জ্বরের সহিত শ্রেষ্মা, সর্ব শরীরে ব্যথা এবং পরে গুটি দেখা দেয়। গুটিগুলি প্রথমে বুকে ও পিঠে বাহির হয় এবং পরে ধীরে ধীরে হাতে, পায়ে ও মুখমুন্ডলে বিস্তার লাভ করে। ৩/৪ দিন পরে গুটিগুলি ঝাঁকে ঝাঁকে বাহির হয় এবং গুটির মধ্যে পানি জন্মে। জাত বসন্ত ও পানি বসন্তের পার্থক্য: গুটিবসন্ত (Smallpox) জলবসন্ত (Chickenpox) ১। ৩/৪ দিন জ্বরের পর গুটিগুলি বাহির হয়। ১। সামান্য জ্বরের সঙ্গে দেখা যায়। ২। সব গুটি…