দাদ বা দাউদ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে OshodherKotha.com—এ
Admin
দাদ বা দাউদ: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
দাদ (দাঁদ) বা দাউদ (Ringworm) ছত্রাক ঘটিত চর্মরোগ। ইহা সকল বয়সের লোকদেরই হইতে পাবে। ইহা ছোঁয়াচে এবং দ্রুত একজনের দেহ থেকে অন্যজনের দেহে যায়। ইহা মানুষের চামড়ার মধ্যে থাকে, নীচে যায় না। ইহা শরীরের যে কোন স্থানে চামড়া আক্রান্ত হইয়া উহার চারিদিকে গোলাকার হইয়া ছড়াইয়া পড়ে। দাদ দেখিতে আংটির মত হয় বলিয়া দাউদকে রিং ওয়ার্ম (Ring worm) বলে। শরীরের স্থান অনুসারে দাদের বিভিন্ন নাম হয়। টিনিয়া কেপিটিস (Tinea Capitis) মাথার দাদ:— ইহা সাধারণত ছোট ছেলে মেয়েদের মাথায় হইয়া থাকে। টিনিয়া করপরিস (Tinea Corporis) শরীরের দাদ:— ইহা সাধারণত টাইকোফাইটন (Trichophyton) দ্বারা সংঘটিত হয়। টিনিয়া ক্রুরিজ (Tinea Cruris) বগল বা কুচকিতে দাদ:— ইহা ঘামাচির মত ফুকুড়ি হয়। হবে মারাত্মকভাবে হয় এবং দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়। টিনিয়া বারবেয়ী (Tinea Barbae) দাড়ির দাদ:— ইহা সচরাচর উপরের ঠোঁটে হয় না। টিনিয়া পেডিজ (Tinea Pedis) :— ইহা কোমর, পায়ের আঙ্গুলী, পায়ের পাতা, পায়ের তলার দাদ। টিনিয়া আনগুয়িয়াম (Tinea Unguim) :— ইহা নখের দাদ। টিনিয়া সারসিনিটা (Tinea Sarsineta) :— ইহা হাত, পা, বুক, পিঠও পেটের দাদ। দাদের লক্ষন প্রথমে আক্রান্ত স্থান খুব চুলকা…