সিফিলিস (Syphilis) এর লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে....
Admin
সিফিলিস: লক্ষন, কারন, চিকিৎসা ও পরামর্শ
সিফিলিস একটি সংক্রামক রোগ যা রোগজীবাণু দ্বারা সৃষ্ট Treponema প্যালিডিয়াম. এই যৌনবাহিত রোগ (STD) যোনি, পায়ুপথ বা ওরাল সেক্সের সময় সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। সিফিলিস নারী পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হইতে পারে। প্রাথমিক অবস্থায় এই রোগ একজনের দেহ হইতে অন্য একজনের দেহে সংক্রামিত হইয়া থাকে। তবে রোগীর বয়স বেশী হইলে সংক্রামিত হইবার সম্ভাবনা কম। সাধারণত যৌন মিলনের সময় ঘর্ষণের কারণে সামান্যতম স্থান ছিলিয়া গেলে ঐ স্থানে সিফিলিজ জীবাণু কর্তৃক আক্রান্ত হইতে পারে। সিফিলিজ রোগে আক্রান্ত স্ত্রীলোক গর্ভধারণ করিলে সন্তানের দেহে এই রোগ জীবাণু সংক্রামিত হয়। এমন পর্যায়ে গর্ভপাত পর্যন্ত হয়ে থাকে। এমনি ভাবে ২/১ বার গর্ভপাত হলেও পরবর্তীকালে রুগা শিশু জন্ম নিতে পারে। এই রোগে আক্রান্ত শিশুর শরীরে বিভিন্ন রকমের ঘা থাকে, কানে কম শুনতে পায়, চোখে কম দেখতে পারে ইত্যাদি তাহার শরীরে রোগ স্থায়ী হইয়া থাকে। উপরোক্ত আলোচনায় বুঝা যায় যে, সিফলিস দুই প্রকার । একটি জন্মগত ও অন্যটি নিজকৃত। সিফিলিসের লক্ষণ ও পর্যায় এই রোগটি তিনটি পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যথা, প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়। সিফিলিসের লক্…