দাঁতের ব্যথার কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে Oshodher Kotha ওয়েবসাইটে
Admin
দাঁতের ব্যথা: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ
খতু পরিবর্তন, ঠাণ্ডা লাগা, দাঁতে পোকা, দাঁতের এনামেল নষ্ট প্রভৃতি কারণে দাঁতে ব্যথা হয়। শরীরের দুর্বলতা, ক্যালসিয়ামের অভাব প্রভৃতি কারণেও এই রোগ হয়। আবার দাঁত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখিবার জন্য দাঁতের গোড়া ফুলিয়া যায় ও পাকিয়া পুঁজের সঞ্চার হয়। ইহা ধীরে ধীরে দাঁতের মূল গোড়া পর্যন্ত বিস্তার লাভ করে এবং কিছু সময় সেখানে ফোঁড়া হয়। এই পুঁজ বাহির করিতে না পারিলে উহা চোয়ালের হাড়ের ক্ষতি করিতে পারে। নড়া দাঁতের জন্য ব্যথা হইতে পারে। আক্রান্ত দাঁতের চিকিৎসা না করিলে অন্যান্য দাঁতও আক্রান্ত হইতে পারে। দাঁত ব্যথার লক্ষন দাঁতের গোড়া লাল হয় ও ফুলিয়া যায়। দাঁতের গোড়ায় Septic Focus হইলে মুখ ফুলিয়া যায় এবং অসহ্য ব্যথা হয়। লালা ক্ষরণ হইতে পারে। তীব্র ব্যথায় রোগী অস্থির হয়। দাঁতে ব্যথার ঔষধ ব্যথার জন্য Aceclofenac জাতীয় ঔষধ - Flexi, Reservix, Avenac, Ternila ইত্যাদি। অথবা, Etoxicoxib জাতীয় ঔষধ - Tory, Etorix ইত্যাদি। অথবা, Ketorolac জাতীয় ঔষধ - Rolac, Torax, Toradolin ইত্যাদি। অথবা, Diclofenac জাতীয় ঔষধ - Clofenac, Voltalin, Diclofen ইত্যাদি। সাথে গ্যাসের ঔষধ - Omeprazol অথবা, Esomiprazol অথবা, Pantoprazol জাতীয় ঔ…