দাঁতের ব্যথা: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

দাঁতের ব্যথার কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে Oshodher Kotha ওয়েবসাইটে
Admin
দাঁতের ব্যথা: কারন, লক্ষন, চিকিৎসা ও পরামর্শ

খতু পরিবর্তন, ঠাণ্ডা লাগা, দাঁতে পোকা, দাঁতের এনামেল নষ্ট প্রভৃতি কারণে দাঁতে ব্যথা হয়। শরীরের দুর্বলতা, ক্যালসিয়ামের অভাব প্রভৃতি কারণেও এই রোগ হয়।

আবার দাঁত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখিবার জন্য দাঁতের গোড়া ফুলিয়া যায় ও পাকিয়া পুঁজের সঞ্চার হয়। ইহা ধীরে ধীরে দাঁতের মূল গোড়া পর্যন্ত বিস্তার লাভ করে এবং কিছু সময় সেখানে ফোঁড়া হয়। এই পুঁজ বাহির করিতে না পারিলে উহা চোয়ালের হাড়ের ক্ষতি করিতে পারে। নড়া দাঁতের জন্য ব্যথা হইতে পারে। আক্রান্ত দাঁতের চিকিৎসা না করিলে অন্যান্য দাঁতও আক্রান্ত হইতে পারে।

দাঁত ব্যথার লক্ষন

  1. দাঁতের গোড়া লাল হয় ও ফুলিয়া যায়।
  2. দাঁতের গোড়ায় Septic Focus হইলে মুখ ফুলিয়া যায় এবং অসহ্য ব্যথা হয়।
  3. লালা ক্ষরণ হইতে পারে।
  4. তীব্র ব্যথায় রোগী অস্থির হয়।

দাঁতে ব্যথার ঔষধ

  1. ব্যথার জন্য Aceclofenac জাতীয় ঔষধ - Flexi, Reservix, Avenac, Ternila ইত্যাদি।
  2. অথবা, Etoxicoxib জাতীয় ঔষধ - Tory, Etorix ইত্যাদি।
  3. অথবা, Ketorolac জাতীয় ঔষধ -  Rolac, Torax, Toradolin ইত্যাদি।
  4. অথবা, Diclofenac জাতীয় ঔষধ - Clofenac, Voltalin, Diclofen ইত্যাদি।
  5. সাথে গ্যাসের ঔষধ - Omeprazol অথবা, Esomiprazol অথবা, Pantoprazol জাতীয় ঔষধ।
  6. দাঁতের গোড়ায় ইনফেকশন থাকিলে  এন্টিবায়োটিক Flucloxacilin জাতীয় ঔষধ - Fluclox, Fluster, Phylophen ইত্যাদি।
  7. ভিটামিন সি জাতীয় ঔষধ - Ceevit ইত্যাদি।

দাঁতে ব্যথা হলে করনীয়

  1. শক্ত খাবার না খাইয়া নরম খাবার খাইবে।
  2. প্রত্যহ ভাত বা মিষ্টি জাতীয় কিছু খাইলে ভালভাবে কুলকুচি করিবেন।
  3. দাঁত Scaling করিয়া লওয়া উত্তম।
  4. দাঁতের ফাঁকে যেন কোন খাবার জিনিস লাগিয়া না থাকে সে দিকে খেয়াল রাখিতে হইবে।
  5. নড়া দাঁত উঠাইয়া ফেলিতে হইবে।
  6. ব্রাশ দিয়া দাঁত পরিষ্কার করিবে।
সতর্কতা! ইহা একটি নমুনা চিকিৎসা মাত্র, সকল প্রকার ঔষধের ডোজ (খাবারের নিয়ম) রোগির শরীরের গঠন, বয়স, ওজনের ওপরে নির্ভর করে দেয়া হয়, তায় সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Post a Comment