টাইফয়েড জ্বরের কারন, লক্ষন, রোগনির্ণয় ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র OshodherKotha.com —এ
Admin
টাইফয়েড জ্বর: কারন, লক্ষন ও চিকিৎসা
টাইফয়েড ও প্যারাটাইফয়েড রোগ সালমোনিলা টাইফ ও প্যারাটাইফ- এ দ্বারা মানবদেহে সংক্রামিত হয়। এই জ্বরকে একত্রে আন্ত্রিক জ্বর (Enteric Fever) বলে। আক্রান্ত রোগীর মল-মূত্র দ্বারা বিভিন্ন জায়গায় পানি দুষিত হয় এবং যেভাবেই হউক এই দূষিত পানি মানবদেহে প্রবেশ করিলে রোগের সৃষ্টি হয়। কাঁচা ফল-মূল, পানি, দুধ বা আইসক্রীমের মাধ্যমে ঐ জীবাণু মানবদেহের ক্ষুদ্র অন্ত্রে বাসা বাঁধে এবং ঐ স্থানে ক্ষতের সৃষ্টি হয়। জীবাণুগুলির দেহ হইতে টক্সিন (Toxin) নামক এক প্রকার পদার্থ রক্তে মিশিয়া জ্বরের সৃষ্টি করে। রোগীর হাত-পা কাঁপে, কাহারও কাহারও পেট খারাপ থাকে, পেট ফাঁপে কিম্বা প্রস্রাব বন্ধ হয় এই অবস্থাকে প্রকৃত টাইফয়েড বলে। প্যারাটাইফয়েড জ্বরে এমন প্রকাশ পায় না কিন্তু প্যারাটাইফয়েডে অনিয়মিত জ্বর উঠে। এই দুইটি রোগের চিকিৎসা একই। টাইফয়েড জ্বরের লক্ষণ প্রথম দিন রোগী শরীরে সামান্য ব্যথা অনুভব করে এবং কাজে অস্বস্তি প্রকাশ করবেন। রোগীর জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পাবে। জ্বর সকালে কমে কিন্তু পূর্বের তুলনায় বেশী হয়। তবে ৩/৪ দিন পরে শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রী পর্যন্ত বৃদ্ধি পায়। জিহ্বার মধ্যভাগের পিছনে সাদা দাগ পড়ে, সামনে এবং পার্শ্বে …